চোখ জুড়ানো ড্রাগন বাগানে পাখী তাড়াতে ব্যস্ত চাষী অমল

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

হাতির সুরের মত ছড়ানো ড্রাগন গাছে থোকায় থোকায় পিঙ্ক কালারের ড্রাগন ফল চোখ জুড়ে যায়। সাথি ফসল হিসাবে আদা ও বেদনার চাষ আরো মহোনীয় করে তুলেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ীর মনমোহন রায়ের ছেলে অমল রায়ের (৫১) ড্রাগন বাগন।

প্রতি বছর ড্রাগন চাষ থেকে ভাল লাভ আসায় শ্রমিকদের পাশাপাশি নিজেই শ্রম দেন অমল রায়। দুপরের তীব্র রোদ উপেক্ষা করে বাগানে পাখী তাড়ানোর জন্য শব্দ সৃষ্টিকারী টিনের যন্ত্রে রশি লাগিয়ে টানতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যে কাকতারুয়াও দাঁড় করিয়ে রাখার দৃশ্য চোখে পরে। তার মোহনীয় বাগান যেমন মানুষের নজর কাড়ে। ক্ষুধার্ত পাখীদেরও নজর এড়ায় না। তাই পালা করে অমল রায়রা পাখী তাড়াবার কাজে ব্যস্ত থাকেন। প্রতি বছর ড্রাগন চাষ করে সফল হয়েছেন তিনি।

৬০ শতক বেলে দোঁ-আশ জমিতে পিঙ্ক কালারের ড্রাগন চাষ করেছেন অমল। প্রতি বছর ৪ থেকে ৫ লাখ টাকা লাভ আসে। ড্রাগনের চারা লাগানোর অনেক সময় পর ফল পাওয়ার কারণে, তিনি জমি না বাড়িয়ে ওতেই সাথি ফসল করছেন। গত কয়েক বছর বস্তায় আদা চাষ করেছিলেন।

১

এবারে ড্রাগন বাগানেই আদা চাষ করছেন। এখন পর্যন্ত আদায় কোন মড়ক ধরেনি। পাশাপাশি বেদনার চড়াও রোপণ করেছেন এবার। তিনি বলেন, বছরে ৫ বার ড্রাগন ফল বিক্রি করি। এর মধ্যেই ১ম রাউন্ড (১৫ মে-১৫ জুন) ফল বাজারে বিক্রি করেছি। ডিসেম্বর পর্যন্ত ড্রাগন ফল ঘরে উঠবে।

তিনি আরো বলেন, ড্রাগল ফল গ্রীষ্মকালীন ফসল। তীব্র শীতে এর মুকুল আসে না। তবে হালকা শীতে মেঘলা আকাশ ও রাতে লাইটিং পদ্ধতি ব্যবহার করলে মাঝারি ধরনের ফলন হয়। এতে খরচ পরে।

অমল বলেন, বাগানে আমি নিবিড় পরিচর্যা পরি। ক্ষতিকর কোন ঔষধ প্রয়োগ করি না। এ কারণেই পাখী ছুটে আসে আমার বাগানে। আমার মাটি ড্রাগন চাষ উপযোগী।

প্রাকৃতিক উপায়ে চাষ করার কারণে বড় বড় শহরের পাইকাররা বাগান থেকেই কিনে নিয়ে যায় আমার ড্রাগন ফল। এবারে ১ শত ৫০ টাকা থেকে ২ শত টাকায় বিক্রি করছি। ড্রাগন বাগানের পাশাপাশি নানা ধরনের সবজিসহ আখ চাষ করি।

অমল বলেন, ১৯৯২ সালে এসএসসি পাশ করার পর চাষাবাদ শুরু করি । পৈত্রিকসুত্রে পাওয়া সাড়ে চার একর জমি দিয়ে চাষাবাদে সফলতার মুখ দেখি। পরে চাষাবাদের লাভে কিছু জমি নিজে কিনে, বর্গায় ও বন্দক নিয়ে আরো সাড়ে চার একর বেশি জমি চাষ করছি। কোনো ফসলে লোকসান হলেও, অন্য ফসল দিয়ে তা উসুল হয়।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, গত বছর জেলায় ড্রাগন বাগান ১৫টি ছিল। বাজারে প্রচুর চাহিদা ও লাভবান ফসল হওয়ায় এবারে তা বেড়ে ৩০টি ড্রাগন ফল বাগান হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দেশব্যাপী নিয়ে আরও পড়ুন

আদালত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪৬৯.৪৮ একর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন; জমিগুলো গাজীপুর ও কক্সবাজারের ৬ উপজেলার মধ্যে অবস্থিত।

২ দিন আগে

রপ্তানি করা পণ্যের বিপরীতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে না। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতের রপ্তানির ৩০ হাজার চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি।

২ দিন আগে

বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৮ম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়

৩ দিন আগে

রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় যে, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়

৪ দিন আগে