জামালপুর

দিগন্তজোড়া মাঠে দোল খাচ্ছে সোনালি ধানের শিষের সঙ্গে কৃষকের রঙিন স্বপ্ন। ধান পাকার আর মাত্র বাকি কয়েকদিন। এরইমধ্যে জামালপুরের মেলান্দহের কৃষকের স্বপ্ন ভাঙ্গতে শুরু হয়েছে।
খেতে গাছফড়িংয়ের (কারেন্ট পোকা) আক্রমণে মরছে বোরো ধান গাছ। এতে দুশ্চিন্তায় পড়ে গেছে দিশেহারা কৃষক। অনেকেই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আধাপাঁকা ধান কাঁটছে।
কৃষকেরা জানান,’দূর থেকে দেখলে মনে হচ্ছে খেতের ধান পেকে গেছে। ধানের শিষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ হয়ে গেছে। আক্রান্ত গাছে ধানের ভেতরে কোনো দানা নেই। আক্রমণের ২-৩ দিনের মধ্যেই ধান গাছ লালচে রং হয়ে মরে যাচ্ছে। পোকায় আক্রমণ করা বেশিরভাগ ধান চিটা হয়েছে। কৃষক কর্মকর্তাদের কাছ থেকে শুনে পোকা দমনে বারবার কীটনাশক দিয়েও কাজ হয়নি।
উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গিয়ে দেখা যায়,’মাঠে মাঠে মৃদু হাওয়ায় দোল খাচ্ছে ভরা ধানক্ষেত। শিষের ভারে নত ধানগাছ। এসব খেতের মধ্যে কিছু কিছু অংশের ধানগাছ মরে গেছে। অনেকেই আক্রমণের ভয়ে কাঁচা ধান মেশিন দিয়ে কাঁটছেন। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষকের সর্বশান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মেলান্দহ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছরের মেলান্দহ উপজেলা ২০ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।
ছবিলাপুর এলাকার কৃষক আছাদ মন্ডল বলেন, এবছরে পোকার আক্রমণে ধান মরে গেছে। ধান কাটার বাকি ১২-১৫ দিন আগে পোকার এমন আক্রমণ হয়েছে। আমার সংসার চলে কৃষি কাজ করে। এবার পোকায় ধান শেষ করে দিয়েছে। আমার এবছরের সংসার চালাতে খুব কষ্ট হবে। ছেলে মেয়ে নিয়ে কি করবো চিন্তায় আছি।
বংশীবেলতৈল এলাকায় কৃষক তাঁরা মিয়া বলেন, ছয় বিঘা জমিত এবার আমন আবাদ করেছি। এর মধ্যে প্রায় সব জমিতেই কিছু কিছু করে কারেন্ট পোকা ধরেছে। কীটনাশক দিচ্ছি ,কাজ হয় নাই।কীটনাশক দিবার দুই দিন পরে আরো পুড়ে মরে গেছে ধান।
ছবিলাপুর এলাকার কৃষক মোস্তফা বলেন, শুরু থেকে ভালো ভাবে আবাদ হলো। এখন ধান পাকার সময় প্রায় ১০ দিন ধরে এলাকায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিল। আক্রমণের ৩-৪ দিনের মধ্যে ধান পুড়ে শেষ। আমারা কৃষি মানুষ, চাষাবাদ করেই সংসার চলে এমন পোকার আক্রমনে সর্বহারা হয়েছি।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন,’ কৃষকেরা কারেন্ট পোকা বলছেন, সেটি হলো বাদামি গাছফড়িং। এ পোঁকা গাছের নিচের অংশের রস খেয়ে ফেলে। একটি গাছে পোকা হলে তা থেকে বিভিন্ন গাছে ছড়িয়ে পড়ে। এতে গাছের উপরের অংশ মরে যায়। আক্রমণ যে মাঠে হয়েছে সেই জায়গায় উপজেলা কৃষি কর্মকর্তাকে পাঠানো হচ্ছে।

দিগন্তজোড়া মাঠে দোল খাচ্ছে সোনালি ধানের শিষের সঙ্গে কৃষকের রঙিন স্বপ্ন। ধান পাকার আর মাত্র বাকি কয়েকদিন। এরইমধ্যে জামালপুরের মেলান্দহের কৃষকের স্বপ্ন ভাঙ্গতে শুরু হয়েছে।
খেতে গাছফড়িংয়ের (কারেন্ট পোকা) আক্রমণে মরছে বোরো ধান গাছ। এতে দুশ্চিন্তায় পড়ে গেছে দিশেহারা কৃষক। অনেকেই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আধাপাঁকা ধান কাঁটছে।
কৃষকেরা জানান,’দূর থেকে দেখলে মনে হচ্ছে খেতের ধান পেকে গেছে। ধানের শিষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ হয়ে গেছে। আক্রান্ত গাছে ধানের ভেতরে কোনো দানা নেই। আক্রমণের ২-৩ দিনের মধ্যেই ধান গাছ লালচে রং হয়ে মরে যাচ্ছে। পোকায় আক্রমণ করা বেশিরভাগ ধান চিটা হয়েছে। কৃষক কর্মকর্তাদের কাছ থেকে শুনে পোকা দমনে বারবার কীটনাশক দিয়েও কাজ হয়নি।
উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গিয়ে দেখা যায়,’মাঠে মাঠে মৃদু হাওয়ায় দোল খাচ্ছে ভরা ধানক্ষেত। শিষের ভারে নত ধানগাছ। এসব খেতের মধ্যে কিছু কিছু অংশের ধানগাছ মরে গেছে। অনেকেই আক্রমণের ভয়ে কাঁচা ধান মেশিন দিয়ে কাঁটছেন। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষকের সর্বশান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মেলান্দহ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছরের মেলান্দহ উপজেলা ২০ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।
ছবিলাপুর এলাকার কৃষক আছাদ মন্ডল বলেন, এবছরে পোকার আক্রমণে ধান মরে গেছে। ধান কাটার বাকি ১২-১৫ দিন আগে পোকার এমন আক্রমণ হয়েছে। আমার সংসার চলে কৃষি কাজ করে। এবার পোকায় ধান শেষ করে দিয়েছে। আমার এবছরের সংসার চালাতে খুব কষ্ট হবে। ছেলে মেয়ে নিয়ে কি করবো চিন্তায় আছি।
বংশীবেলতৈল এলাকায় কৃষক তাঁরা মিয়া বলেন, ছয় বিঘা জমিত এবার আমন আবাদ করেছি। এর মধ্যে প্রায় সব জমিতেই কিছু কিছু করে কারেন্ট পোকা ধরেছে। কীটনাশক দিচ্ছি ,কাজ হয় নাই।কীটনাশক দিবার দুই দিন পরে আরো পুড়ে মরে গেছে ধান।
ছবিলাপুর এলাকার কৃষক মোস্তফা বলেন, শুরু থেকে ভালো ভাবে আবাদ হলো। এখন ধান পাকার সময় প্রায় ১০ দিন ধরে এলাকায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিল। আক্রমণের ৩-৪ দিনের মধ্যে ধান পুড়ে শেষ। আমারা কৃষি মানুষ, চাষাবাদ করেই সংসার চলে এমন পোকার আক্রমনে সর্বহারা হয়েছি।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন,’ কৃষকেরা কারেন্ট পোকা বলছেন, সেটি হলো বাদামি গাছফড়িং। এ পোঁকা গাছের নিচের অংশের রস খেয়ে ফেলে। একটি গাছে পোকা হলে তা থেকে বিভিন্ন গাছে ছড়িয়ে পড়ে। এতে গাছের উপরের অংশ মরে যায়। আক্রমণ যে মাঠে হয়েছে সেই জায়গায় উপজেলা কৃষি কর্মকর্তাকে পাঠানো হচ্ছে।


আদালত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪৬৯.৪৮ একর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন; জমিগুলো গাজীপুর ও কক্সবাজারের ৬ উপজেলার মধ্যে অবস্থিত।
৩ দিন আগে
রপ্তানি করা পণ্যের বিপরীতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে না। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতের রপ্তানির ৩০ হাজার চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি।
৩ দিন আগে
বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৮ম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়
৩ দিন আগে
রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় যে, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়
৪ দিন আগেআদালত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪৬৯.৪৮ একর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন; জমিগুলো গাজীপুর ও কক্সবাজারের ৬ উপজেলার মধ্যে অবস্থিত।
রপ্তানি করা পণ্যের বিপরীতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে না। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতের রপ্তানির ৩০ হাজার চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি।
বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৮ম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়
রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় যে, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়