নিপা ফার্মাসিউটিক্যালস এর বিরুদ্ধে বেতন-ভাতা না দেয়ার অভিযোগ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

নিপা ফার্মাসিউটিক্যালস এর মালিক আয়েশি জীবন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। অথচ কর্মকর্তা-কর্মচারীদের পাওনা টাকা পরিশোধ করছেন না। টাকা চাইতে গেলেই শুরু হয় তাদের নানা তালবাহানা।

বছরের পর বছর ধরে প্রায় দুইশত কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করছে না প্রতিষ্ঠানটি। যদিও প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদন থেকে শুরু করে সার্বিক কার্যক্রমই চলছে স্বাভাবিক গতিতেই।

অভিযোগ উঠেছে, পাওনা টাকার জন্য গেলেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে করা হচ্ছে নানা তালবাহানা ও দুর্ব্যবহার। নানা অজুহাত ও সংকটের গল্প শুনিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদের।

বেতন-ভাতা পাননি এমন একাধিক কর্মকর্তা-কর্মচারী নিখাদ খবরকে জানান, ২০২২ সাল থেকে মাসের পর মাস বিনা বেতনে কাজ করেও বেতন পাচ্ছেন না তারা। আবার বিনা নোটিশে চাকরি ছাড়া করছে কর্মচারীদের।

ভুক্তভোগীরা বলেন, বেতন ভাতা না পেয়ে রাজধানীতে মানবেতর জীবন যাপন করছেন তারা। দেড় লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বেতন-ভাতা পাওনা রয়েছেন কর্মচারীরা। কিন্তু পাওনা টাকার জন্য যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির সিইও আবু সায়েদ ও এইচআর বিভাগ থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে প্রদান করার আশ্বাস দেয়। বেশী পিড়াপিড়ী করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে দেয়ার প্রস্তাব দেয়।

ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা বলছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রতিষ্ঠানটির মালিকের নির্দেশেই ১৬৭ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা দিচ্ছেন না সিইও।

নিপা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে গিয়ে সিইও আবু সায়েদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতেই হিমশিম খাচ্ছেন তারা। তাই অল্প স্বল্প করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের কথা বলছেন । তবে তিনি বেতন ভাতা নিয়মিত পাচ্ছেন কিনা তা জানতে চাইলে তিনি হাসতে থাকেন।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা চাইলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দেশব্যাপী নিয়ে আরও পড়ুন

আদালত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪৬৯.৪৮ একর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন; জমিগুলো গাজীপুর ও কক্সবাজারের ৬ উপজেলার মধ্যে অবস্থিত।

৩ দিন আগে

রপ্তানি করা পণ্যের বিপরীতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে না। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতের রপ্তানির ৩০ হাজার চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি।

৩ দিন আগে

বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৮ম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়

৩ দিন আগে

রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় যে, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়

৪ দিন আগে