সবকিছু ভুলে দেশের স্বার্থে সবাই কাজ করব : এনবিআর চেয়ারম্যান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৩০ জুন) আন্দোলন স্থগিতের পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

এবার রাজস্ব আদায় হোঁচট খেয়েছে’ মন্তব্য করে আবদুর রহমান খান বলেন, ‘গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে। কিন্তু যে পরিমাণ রাজস্ব আদায় আশা করছিলাম, তাতে একটু হোঁচট খেয়েছি গত কয়দিনের কাজকর্মে। এতে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়েছে। তবে যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব। যে কাজগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাব।’

আবদুর রহমান খান আরও বলেন, ‘আমাদের আর এ ধরনের বড় ধরনের সমস্যার মধ্যে যেতে হবে না আশা করি। অতীতে রেভিনিউ কর্মকর্তাদের যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, একইভাবে সামনে তারা কাজ করবেন।’

গতকাল বিকেল থেকেই কাস্টমস হাউজগুলো কাজ শুরু করছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আন্দোরনরত কর্মকর্তা-কর্মচারীরা গতকাল কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এতে সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে ও নীতিনির্ধারকদের মধ্যে। সকাল থেকেই আমাদের সব দপ্তরে কাজ শুরু হয়েছে। পুরোদমে সব কাস্টমস হাউজ, আইসিডি, ভ্যাট ও কর অফিস সবাই কাজ করছে। যেহেতু আজ অর্থবছরের শেষ দিন। আজকে আমাদের একটা বড় ড্রাইভ থাকে। রেভিনিউগুলো যেগুলো পাইপলাইনে আছে, সেগুলো ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে। সেই চেষ্টা আমাদের চলছে।’

আজ সকাল ১০টা পর্যন্ত তিন লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে জানিয়ে আবদুর রহমান খান বলেন, ‘আজ যেটা ট্রেজারিতে জমা হবে, সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে সময় লাগবে। সাধারনত জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। প্রায় তিন সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। এখন আমাদের রেভিনিউ রিপোর্টিং সিস্টেমেটিক, আমরা ম্যানুয়াল রিপোর্ট করি না। এনবিআর একটা ফিগার, বাংলাদেশ ব্যাংক একটা ফিগার বলবে, সেটা আর নেই। সবার একই ফিগার।’

আবদুর রহমান খান আরও বলেন, ‘আজকেও সময় আছে, আজকে তারা চেষ্টা করছে। কর কর্মকর্তাদের পরিকল্পনার মধ্যে আছে কারা করদাতা, কারা বছরের শেষে কর দেবে। এটা তারা জানে, আজ সব দপ্তর খোলা, ব্যাংকও খোলা। আমার ধারণা, আজকে ভালো পরিমাণ রাজস্ব আদায় হবে। সরকারি বিলগুলো অ্যাডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। একটা নির্দিষ্ট অংশের গ্রোথ হবে। আমরা যে রকম আশা করেছিলাম, হয়তো সেটার কাছাকাছি থাকবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজস্ব নিয়ে আরও পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

১৭ ঘণ্টা আগে

উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এরফলে দ্রুত শুরু হতে যাচ্ছে দেশের আমদানি-রপ্তানি।

১ দিন আগে

আগারগাঁওয়ে আজ রাজস্ব ভবনের সামনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় রাজস্ব ভবনে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় আছে। রাজস্ব ভবনের তিনটি গেইট বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২ দিন আগে