শেয়ারবাজার শক্তিশালীকরণে

প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১১ মে ২০২৫, ১৭: ০৩
Thumbnail image
শেয়ারবাজার শ‌ক্তিশালীকর‌ণে পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ছবি সংগৃহীত

পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) তার বাসভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, গত ৯ মাসে গৃহীত সংস্কার এবং চলমান উদ্যোগগুলো তুলে ধরেন। তার উপস্থাপনার আলোকে বিস্তারিত আলোচনা হয় এবং সেখান থেকেই পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

নির্দেশনাগুলো হলো:

১. যেসব বিদেশি কোম্পানিতে সরকারের অংশীদারত্ব রয়েছে, যেমন ইউনিলিভার—তাদের দ্রুত পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে।

বাংলাদেশে বড় বড় প্রাইভেট কোম্পানি, যাদের বার্ষিক টার্নওভার বিলিয়ন ডলারে, সেসব কোম্পানিকে বাজারে আনতে প্রয়োজনীয় প্রণোদনা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়।

পুঁজিবাজারে ভেস্টেড ইন্টারেস্ট থাকা ব্যক্তিদের প্রভাবমুক্ত থেকে গভীর সংস্কার বাস্তবায়নের কথা বলা হয়।

নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরে যেসব অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বড় বড় কোম্পানিগুলো যাতে ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে, তার বদলে বন্ড ইস্যু বা শেয়ারবাজারের মাধ্যমে তহবিল সংগ্রহে উৎসাহিত হয়—এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, আলোচনা অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং প্রধান উপদেষ্টা সক্রিয়ভাবে সব বিষয় শুনে সিদ্ধান্ত দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই নির্দেশনার বাস্তবায়নের মাধ্যমে শিগগিরই একটি গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে উঠবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শেয়ার বাজার নিয়ে আরও পড়ুন

অনুকূল আবহাওয়া মাল্টা চাষের জন্য উপযোগী বলে মনে করছেন চাষিরা

১৫ ঘণ্টা আগে

প্রতি কেজিতে সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা

২ দিন আগে

বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের প্রভাবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী

২ দিন আগে

জৈব সার মিশ্রণ ও নারিকেলের ছোবরার মধ্যে বীজ বপন করে চারা উৎপাদন করা হয়

৩ দিন আগে