শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ সময়ের জন্য ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর ঈদের ছুটি গ্রীষ্মকালীন অবকাশের সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীদের জন্য টানা ১৯ দিনের একটানা ছুটি দেওয়া হচ্ছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১ জুন থেকে শুরু হবে ছুটি, যা চলবে ১৯ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের সরকারি, বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ছুটির সময়সীমা একটু বেশি, যেখানে শিক্ষার্থীরা ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ছুটির সুবিধা পাবেন।

এছাড়া দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন অবকাশ আলাদাভাবে উল্লেখ না থাকলেও তা কার্যত ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে একত্রে ধরে নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে।

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

‘এমতাবস্থায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

চারদিকে স্বজনদের বিলাপ। কেউ কাঁদছেন চুপিচুপি, কারও ঠোঁট কাঁপছে, কারও চোখ ঝাপসা। মায়ের লাশ পাশের ঘরে রাখা। এমন অবস্থায় পরীক্ষার সরঞ্জাম হাতে নিয়ে খাটিয়ার পাশে দাঁড়িয়ে দুই শিক্ষার্থী। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মায়ের দিকে। এরপর চুপচাপ রওনা হন পরীক্ষাকেন্দ্রে।

১৩ ঘণ্টা আগে

দীর্ঘ এক যুগ পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আপগ্রেডেশনের দরজা খুলেছে প্রায় ৩০০ কর্মচারীদের। শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১১শ' ৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

২ দিন আগে

রাজধানীর মিরপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত একটি শিক্ষা ও থেরাপি সেন্টারে সেবা না দিয়েই মোটা অঙ্কের টাকা আদায়, অতিরিক্ত দামে বই বিক্রি, ন্যূনতম সুবিধার অভাব এবং অভিযোগ জানালে হুমকি দেওয়ার মতো একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে।

২ দিন আগে

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণাসহ ৯ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৫ দিন আগে