বেরোবিতে লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতির প্রতিবাদে প্রশাসনকে শাড়ি-চুড়ি উপহার

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা "শাড়ি ও চুড়ি" উপহার দিয়ে প্রশাসনের নীরব ভূমিকার প্রতি তীব্র নিন্দা জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং অফিস আদেশে লেজুড়বৃত্তিক রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও ছাত্রদল ও শিবিরের কার্যক্রম নিয়মিতভাবে চলমান। প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে নির্বিকার ভূমিকা পালন করছে যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ও ছাত্র উপদেষ্টার অফিসে শাড়ি-চুড়ি দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

1000062168

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “যে রাজনীতির বলি হয়ে শহীদ আবু সাঈদ প্রাণ হারিয়েছেন, সেই রাজনীতি আমরা চাই না। প্রশাসনের নির্লিপ্ততা প্রমাণ করে তারা শাড়ি-চুড়ি পরে বসে আছে। তাই আমরা আজ এই প্রতীকী উপহার দিয়েছি।”

প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি ছাত্র রাজনীতির নামে সিট বাণিজ্য, র‍্যাগিং ও সহিংসতা চলে। প্রশাসন এইসব বন্ধ না করে উল্টো প্রশ্রয় দিচ্ছে। আমরা অবিলম্বে এই রাজনীতি বন্ধ এবং একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের দাবি জানাচ্ছি।”

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি নোটিশে জানায়, "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং এ বিষয়ে কেউ জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে 'আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল' করা হবে। প্রয়োজনে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।"

1000062171

এর আগে বিকাল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ফরম বিতরণ কর্মসূচি পালন করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় ১শ' এর মতো সদস্য ফরম বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ও ১৫ এপ্রিল ২০২৫-এর অফিস আদেশ অনুযায়ী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১১১তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা

৬ ঘণ্টা আগে

শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

১ দিন আগে

ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দেওয়া তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে

১ দিন আগে