শিক্ষক সংকট নিরসনে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৫: ৪৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকাতে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসনের জন্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে।

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা একটি শতবছরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যক্ষ ও হেড মাওলানার মতো গুরুত্বপূর্ণ পদসহ ৪৪টি পদ শূন্য রয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে শিক্ষক সংকট শিক্ষার মান নষ্ট করছে। গত বছর আগষ্ট মাসের ৮ তারিখে ঢাকা আলিয়ার অধ্যক্ষ পদত্যাগ করেন আজ ৭ মাস ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত নিয়োগ হয়নি অধ্যক্ষ। ঢাকা আলিয়ার হেড মাওলানা গত গত ৬ জানুয়ারি পদোন্নতি পেয়ে এখন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে সেই থেকে ঢাকা আলিয়ার হেড মাওলানার পদটিও শূন্য পরে আছে।

প্রতিবাদ সমাবেশে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থী মোঃ তাশফিকুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে ছাত্র আছে শিক্ষক নেই, প্রশাসনের এ ব্যাপারে কোন দৃষ্টি নেই তারা শুধু বলছে দিবো দিচ্ছি। তিনি আরও বলেন, অনতিবিলম্বে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সকল শূন পদ পূরণ করতে হবে।

ঢাকা আলিয়ার আর এক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, বাংলাদেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক নেই শুধু এই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা ছাড়া। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া একমাত্র প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক নেই। আমরা শিক্ষার্থীরা বার বার শিক্ষক চেয়েও কেনো ব্যর্থ হচ্ছি। ঢাকা আলিয়ার শিক্ষক সংকট নিরসনে অতি দ্রুত সময়ে মধ্যে ব্যবস্থা নিতে হবে, তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১ দিন আগে

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

৩ দিন আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৬ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৬ দিন আগে