“দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম”

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: ফাইল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য শুধু পুথিগত বিদ্যায় পারদর্শী হওয়া যথেষ্ট নয়। এজন্য পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা সৃষ্টি করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ল্যাংগুয়েজ কোর্স, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক দুই দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার্থীরা ভালো থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালো হবে। শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে দুই দিনের এই সেমিনার কার্যকর ভূমিকা রাখবে । শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানান উপাচার্য।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. আব্দুল লতিফ ও ড. আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

২ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

২ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

২ দিন আগে

সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন

৩ দিন আগে