বেরোবিতে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ২০২৪/২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে অ্যাকাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে ক্যাডেটদের স্বীকৃতি প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা যদি বিএনসিসি’র কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে অপরাজনীতি ও অপসংস্কৃতির প্রভাব দূর করা সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পর ক্যাডেটরা যদি তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মানবিক কল্যাণে প্রয়োগ করতে পারে, তবে এই কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সফলতা অর্জন করবে।

উপাচার্য বলেন, “বিএনসিসি’র যেকোনো সৃজনশীল কর্মকাণ্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে। আমি আশা করি, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী বিএনসিসি’র কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবামূলক কাজে অবদান রাখবে।”

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে তৃতীয় স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ক্যাডেট সার্জেন্ট তানজির হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মো. হাসিবুল হাসান এবং প্রথম স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ল্যান্স কর্পোরাল সাইফুল্লাহ আত তালহা। বেরোবি উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত নবীন ক্যাডেটদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াছ প্রামানিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবু রিফাত মোতালেব, বেরোবি বিএনসিসি-এ পিইউও ইফফাত আরা বাঁধন, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. স্নিগ্ধা দেবনাথ, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. আখতারুজ্জামান প্রমুখ।

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেয়া রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বিএনসিসি ক্যাডেট অনুষ্ঠানে উপস্থিত ছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

৬ ঘণ্টা আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৩ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৩ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

৩ দিন আগে