কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিকের শিক্ষার্থীরা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

ছয় দফা দাবিতে আন্দোলনকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করলেও সেই আলোচনায় সন্তুষ্ট নন তাঁরা। এ অবস্থায় তাঁরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার অংশ হিসেবে আজ কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠকের পরেই তারা ৬ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এবার জানা গেল, ছয় দফা দাবি পূরণের আশ্বাস নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় আজ শুক্রবার সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের পেজে পোস্ট করে এই কর্মসূচির বিষয়টি জানিয়েছেন তারা। পোস্ট ও ভিডিওতে উল্লেখ করা হয়, আজ বাদ জুম্মা সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীদের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি শাখা) রেহানা ইয়াসমিন।

বৈঠক শেষে সাংবাদিকদের পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে কোনো অফিসিয়াল কাগজপত্র বা তাদের কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দেখিনি। তারা প্রতিটি বিষয়ের অগ্রগতি আটকে রেখেছেন। আজকের আলোচনা ফলপ্রসূ হয়নি। আমাদের ছয় দফা দাবি আদায়ে শিগগির নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

খুলনা বয়রার চিলড্রেন,স ভয়েস স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর ইসলাম। তবে ভিজিটিং কার্ডে নিজেক প্রিন্সিপাল দাবি করেন, যদিও তিনি বিএ পাশ । বিগত ১৫ বছর ছিলেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ডোনার। বিগত সরকার আমলে হঠাৎ অর্থ ও প্রভাবের কারনে বেপরোয়া হয়ে উঠেন তিনি।

১৭ ঘণ্টা আগে

ছয় দফা দাবিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

২০ ঘণ্টা আগে

ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়ায় সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে অচলাবস্থা তৈরি হয়েছে। এদিকে আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে দেশব্যাপী সব পলিটেকনিক ইনস্টিটিউটে যে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হয়েছে, সেটি অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

২১ ঘণ্টা আগে