খুলনায় 'ডুসাক'এর নতুন কমিটি, নেতৃত্বে আজিজুর-বাদশা

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কয়রা’ (ডুসাক) এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বায়েজীদ হোসেন বাদশা।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের জি এম নেওয়াজুল ইসলাম, মনিরা খাতুন এবং সোনিয়া খানম। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের চন্দ্রা বৈরাগী এবং শারমিন আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের আবু তালহা এবং মুস্তাফিজুর রহমান।

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এই কমিটি ঘোষণা করেন ডুসাকের অন্যতম উপদেষ্টা আরবি বিভাগের প্রভাষক ড. মিজানুর রহমান।

এ সময় ডুসাকের অন্যতম উপদেষ্টা ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম সানা এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল সুপারিনটেন্ডেন্ট আবুল বাশারসহ সংগঠনটির ছাত্র পরামর্শকবৃন্দ এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ডুসাকের নব নির্বাচিত সভাপতি আজিজুর রহমান বলেন, ডুসাক তার প্রতিষ্ঠালগ্ন থেকে আলোকিত কয়রা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। ইতোমধ্যে ডুসাক কয়রার শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতায় পথিকৃৎ হয়ে আছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ কয়রা গড়া সহজ হবে।

প্রসঙ্গত, আলোকিত কয়রা করার প্রত্যয় নিয়ে ২০০৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। এক যুগের বেশি সময় ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এলাকার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। করোনাকালীন সময়ে এবং আম্ফানের বিপর্যয়ে শত শত পরিবারের পাশে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে ভালোবাসা কুড়িয়েছে সংগঠনটি। উপযুক্ত শিক্ষার যথেষ্ট সুযোগের অভাব, বারংবার প্রাকৃতিক দুর্যোগের হানা এবং অন্যান্য প্রতিকূলতার মাঝে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সারথি এ সংগঠনটি।

এ ছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি বার্ষিক দিকনির্দেশনামূলক সেমিনার, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষাসফর, বনভোজন, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা, ইফতার মাহফিল, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ও ঈদ পুনর্মিলনীসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

৮ ঘণ্টা আগে

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

২ দিন আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৫ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৫ দিন আগে