চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের লোগো উন্মোচন

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তনের লোগো উন্মোচন করা হয়েছে।

চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও চবি ৫ম সমাবর্তন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় লোগোর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ৫ম সমাবর্তন স্যুভেনির উপ-কমিটি আহবায়ক ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য-সচিব চবি লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, ৫ম সমাবর্তন বিভিন্ন উপ-কমিটির আহবায়ক ও সদস্য-সচিববৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উন্মোচিত লোগোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস ও শিক্ষার আলোকে আগামীর পথচলার প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। সমাবর্তনের এ লোগো আগামী দিনের সব আনুষ্ঠানিক কার্যক্রম, স্মারক ও প্রচারণায় ব্যবহৃত হবে।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘এ সমাবর্তন আমাদের শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। লোগোর মাধ্যমে আমরা সেই গর্ব ও আনন্দকে দৃশ্যমান করতে চেয়েছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যেই সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, আগামী ১৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. ডিগ্রি প্রদান করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১ দিন আগে

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

৩ দিন আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৬ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৬ দিন আগে