রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 'জঘন্য কাজের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।'
জানা গেছে , রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট মো. রবিউল হকের ওপর হামলা চালান। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রবিউল অভিযোগ করেন, 'রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেন এবং হৈচৈ শুরু করেন। আমি তাকে বলি যে সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে এবং তার কারণে আমার ঘুমে সমস্যা হচ্ছে। এ কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে বহিরাগত বলে গালি দেয় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।'
তবে জালাল এক ফেসবুক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন, রবিউলই তার ওপর হামলা করেছে। নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে জালাল অভিযোগ করেন, তার রুমমেট অবৈধভাবে হলে থাকছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী উচ্ছেদের দাবিতে তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষের সঙ্গে প্রক্টরিয়াল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 'জঘন্য কাজের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।'
জানা গেছে , রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট মো. রবিউল হকের ওপর হামলা চালান। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রবিউল অভিযোগ করেন, 'রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেন এবং হৈচৈ শুরু করেন। আমি তাকে বলি যে সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে এবং তার কারণে আমার ঘুমে সমস্যা হচ্ছে। এ কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে বহিরাগত বলে গালি দেয় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।'
তবে জালাল এক ফেসবুক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন, রবিউলই তার ওপর হামলা করেছে। নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে জালাল অভিযোগ করেন, তার রুমমেট অবৈধভাবে হলে থাকছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী উচ্ছেদের দাবিতে তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষের সঙ্গে প্রক্টরিয়াল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার
২ দিন আগে
পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন
২ দিন আগে
আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়
২ দিন আগে
সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন
৩ দিন আগেপ্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার
পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন
আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়
সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন