শিক্ষার্থীদের অভিযোগ, শুধু মেয়েদের জন্য এ নিয়ম বৈষম্যমূলক ও স্বৈরাচারী

ছাত্রীরা রাত ১০টার আগে হলে না ঢুকলে আসন বাতিলের হুমকি

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর বাইরে থাকলে ছাত্রীদের সিট বাতিলের হুমকি দিয়েছে সহকারী প্রক্টরিয়াল টিম। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু মেয়েদের জন্য এ নিয়ম বৈষম্যমূলক ও স্বৈরাচারী।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জুলাই বিপ্লব উদ্যান ও লেডিস ঝুপড়ি এলাকায় প্রক্টরিয়াল বডি ছাত্রীদের এ হুমকি দেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিজয় ২৪ হলের এক ছাত্রী বলেন, ‘আমি হলে ফিরছিলাম, তখন সহকারী প্রক্টর গাড়ি থেকে নেমে বলেন—সব মেয়েরা যেন রাত ১০টার মধ্যে হলে ফিরে যায়।

কেউ ১০টা ১ মিনিটেও বাইরে থাকলে সিট বাতিল হবে। এরপর খাতা-কলম বের করে আমাকে সিট বাতিলের হুমকি দেন।’

তিনি আরো জানান, ‘বিপ্লবী উদ্যানে কিছু মেয়ে বসে ছিল। সহকারী প্রক্টর তাদেরও সেখান থেকে উঠিয়ে দেন।

সহকারী প্রক্টর নাজমুল হোসেইন সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। নিয়ম অনুযায়ী, আবাসিকদের ১০টার মধ্যে হলে ঢুকতে হয়। আমরা শিক্ষার্থীদের এই বার্তা দিচ্ছি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষও প্রস্তুতি নিচ্ছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক সুমাইয়া সিকদার বলেন, ‘কিছুদিন আগেও প্রীতিলতা হলে সান্ধ্য আইন জারি হয়েছিল।

তখন আমরা প্রতিবাদ করি। গতকাল সহকারী প্রক্টর লেডিস ঝুপড়ি ও বিপ্লবী উদ্যানে মেয়েদের ১০টার পর বাইরে না থাকার নির্দেশ দেন। কয়েকজন মেয়েকে উঠিয়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘প্রশাসনের নারীবিদ্বেষী ও স্বৈরাচারী আচরণ আমরা আগে থেকেই দেখে আসছি। শুধু মেয়েদের জন্য সান্ধ্য আইন কেন থাকবে? আমরা প্রতিবাদ করব এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।

বিজয় ২৪ হলের প্রভোস্ট জান্নাত আরা পারভীন বলেন, ‘মেয়েদের হলে ১০টার মধ্যে ঢোকা স্বাভাবিক। কেউ দেরি করলে লিখিতভাবে জানাতে হবে। কেউ যদি রাত ২টা-৩টায় আসে, তাহলে তো শৃঙ্খলা থাকবে না। কেউ ইচ্ছাকৃত দেরি করে ঢুকবে, তাহলে তো তারা ভালো ছাত্রী না। তাদের হলে থাকার দরকার কী? সাংবাদিকরা এসব শিক্ষার্থীদের পক্ষে কথা বলে তাদের আরো খারাপ করে ফেলেন।’

প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমরা এখনো প্রশাসন বা হল থেকে কোনো নির্দেশনা পাইনি। সহকারী প্রক্টর অন্ধকার জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন। ১০টার পর বাইরে থাকতে হলে হলের অনুমতি লাগবে। শহীদ মিনার বা হলের সামনে বসলে সমস্যা নেই। মূলত নিরাপত্তার জন্য বলা হয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

নতুন শিক্ষাবর্ষকে ঘিরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তৈরি হওয়া উদ্বেগ ও উৎকণ্ঠা অবসান হয়েছে। খুলনা মহানগরী ও জেলার নয়টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ ৯শ’ শিক্ষার্থীর জন্য বই প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৭১ হাজার কপি। এর মধ্যে ই

৬ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) রংপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ চারটি কেন্দ্রে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

৭ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন।

৮ দিন আগে

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ভর্তি লটারির তালিকায় ‘মিস জুলেখা খাতুন’ নামের এক ছাত্রীর নাম প্রকাশ পেয়েছে। বালকদের জন্য নির্ধারিত এ বিদ্যালয়ের তালিকায় মেয়ের নাম আসায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

৮ দিন আগে