শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত

পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বুধবার সারাদেশে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ডাকা রেল ব্লকেড কর্মসূচির বিষয়ে অবশেষে নমনীয় আচরণ প্রকাশ করেছেন দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। রেলপথ ব্লকেড কর্মসূচিটি বেলা ১১টা পযর্ন্ত শিথিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এই তথ্য জানান।

এদিকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জুবায়ের পাটোয়ারী জানান, শিক্ষা মন্ত্রণালয়ে সঙ্গে বৈঠকের পর আন্দোলনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক রয়েছে। এ বৈঠক যদি ফলপ্রসূ হয় তবে তাদের রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হবে আর যদি বৈঠক ফলপ্রসূ না হয় তবে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।

এর আগে এদিন ঘিরে ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার সকাল ১০টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশকিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। ঢাকা পলিটেকনিক ছাড়াও অবরোধে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ ছাড়া রাজশাহীতে রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচলও বন্ধ ছিল।

কর্মসূচি ঘোষণা দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী জানান, বুধবারের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তবে আন্দোলন থেমে নেই। এবার সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা অবরোধের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি ও লিখিতভাবে আমাদের দাবিগুলো তারা মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিলসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলের পাশাপাশি চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে কোর্স চালু ইত্যাদি নানা দাবি রয়েছে শিক্ষার্থীদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে হোপ ফর চিলড্রেন এর উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম’অনুষ্ঠিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিউমার্কেট এলাকার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়।

৫ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

১ দিন আগে

এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা

১ দিন আগে