ধর্ম অবমাননা, নজরুল বিশ্ববিদ্যালয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি
নজরুল বিশ্ববিদ্যালয়
Thumbnail image
ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে ছয় সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে।

কমিটিতে আরও আছেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ, সহকারী প্রক্টর আলিম মিয়া এবং তরিকুল ইসলাম জনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বিভাগটির কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, নিজেকে 'গড' হিসেবে উপস্থাপন, সহপাঠীদের মাদক সেবনে প্ররোচিত করা সহ একাধিক অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি সামনে আসার পর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দেন প্রক্টর অফিসে। পাশাপাশি অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করার ডাক দেন তারা।

অভিযোগের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। তাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১ দিন আগে

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

৩ দিন আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৬ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৬ দিন আগে