চাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের । বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা, এরপরই ঘোষণা করা হবে ফলাফল।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। বিপুল-সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, “চাকসু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন।”

উল্লেখযোগ্য বিষয় হলো- দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সপ্তমবারের মতো চাকসু ও হল সংসদ নির্বাচন। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মাত্র ছয়বার এই নির্বাচন হয়েছে। প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে এবং সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। যদিও ১৯৭৩ সালের ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন’ অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা, বাস্তবে তা হয়নি।

চলতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চাকসুতে পুরুষ প্রার্থী রয়েছেন ৩৬৮ জন এবং নারী প্রার্থী ৪৭ জন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল রয়েছে— এর মধ্যে ৯টি ছাত্র হল, ৫টি ছাত্রী হল ও ১টি হোস্টেল (শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল)। হল ও হোস্টেল সংসদে পদসংখ্যা ২০৬টি। প্রতি হলে ১৪টি এবং হোস্টেলে ১০টি পদ রয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। এর মধ্যে ছাত্র হলগুলোতে ৩৫০ জন এবং ছাত্রী হলগুলোতে ১২৩ জন প্রার্থী রয়েছেন। হোস্টেলে প্রার্থী ২০ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

১ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

১ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

২ দিন আগে

সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন

২ দিন আগে