রাজধানীসহ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার (১৬ এপ্রিল)আবারও রাস্তায় নেমেছেন ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে। এসময় একযোগে দেশের অন্তত ২২টি জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সকাল ৯টা থেকে বিভিন্ন জেলায় শুরু হওয়া কর্মসূচি দুপুরের পর আরও বিস্তৃত রূপ নেয়।

এ কর্মসূচির ফলে সাধারণ মানুষ পড়েছে তীব্র যানজট ও দুর্ভোগে। ঢাকার তেজগাঁও থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- সব বিভাগীয় শহর ছাড়াও বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ হয়েছে। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট।

ছয় দফা দাবির মূল বিষয়গুলো:

১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়ন

২. চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে স্নাতক পর্যায়ের স্বীকৃতি

৩. ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমকে যুগোপযোগী করা ও আধুনিকায়ন

৪. চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে বি.এসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর

৫. সরকারি-বেসরকারি খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ

৬. পদোন্নতি ও চাকরি স্থায়ীকরণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন

ঢাকা: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও তেজগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে তেজগাঁও রেলক্রসিং এলাকায় অবস্থান নেন। এরপর কারওয়ান বাজার ও বিজয় সরণি সংযোগস্থল অবরোধ করলে গুরুত্বপূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় মিরপুর, ফার্মগেট ও মহাখালী এলাকায়।

গাজীপুর: টঙ্গী স্টেশন রোডে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ব্যাপক যানজট দেখা দেয়।

নরসিংদী: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। তাঁরা দাবি করেন, ন্যায্য সম্মান ও গ্রেড না পেয়ে ভবিষ্যৎ নিয়ে তারা হতাশ।

ফরিদপুর: আলীপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

কুমিল্লা: কান্দিরপাড় এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।

নোয়াখালী: মাইজদীতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জিইসি মোড় অবরোধ করেন সকাল ১১টা থেকে। এসময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে বসে পড়ে। পুলিশ অবরোধ তুলে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তবে কোনো সহিংসতা হয়নি।

রাজশাহী: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপশহর থেকে মিছিল শুরু করে সাহেববাজার পর্যন্ত যায়। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রকৃত কাজ করে অথচ তারা প্রাপ্য মর্যাদা পায় না।

দিনাজপুর: বড় মসজিদ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে আংশিকভাবে অবরোধ তুলে নেওয়া হয়।

রংপুর: পাবলিক লাইব্রেরি মোড়ে কয়েকশ শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তাঁরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে স্লোগান দিতে থাকেন।

বগুড়া: শহরের সাতমাথা চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন ও পথসভা করেন। তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দেন।

খুলনা: খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় ২ ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। অনেক অফিসগামী মানুষ ও স্কুল শিক্ষার্থীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

যশোর: মণিহার মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। ইপিজেড এলাকার শ্রমিকরা যাতায়াতে ভোগান্তিতে পড়েন।

বরিশাল: বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বলেন, সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি তাদের

সিলেট: ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দেয় পলিটেকনিক শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে সিলেট শহরের একাধিক সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট ও বেশ কয়েকটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ করেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ময়মনসিংহ বাইপাসে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্দোলনে কয়েকজন শিক্ষককেও শিক্ষার্থীদের পাশে দেখা গেছে।

অন্যান্য জেলার প্রতিবাদ কর্মসূচি:

এছাড়াও নাটোর, ঝিনাইদহ, নেত্রকোনা ও কুষ্টিয়া থেকেও একই ধরনের বিক্ষোভ ও অবরোধের খবর পাওয়া গেছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের নেতারা জানান, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সরকার শুধু আশ্বাস দেয়, বাস্তবায়ন করে না। এবার লিখিত সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরবো না।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, “ছাত্রদের দাবি যুক্তিসংগত। বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড, ইউজিসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।” তবে শিক্ষার্থীরা বলছে, তারা এখন আর আশ্বাসে বিশ্বাসী নয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৬ দফা দাবিকে কেন্দ্র করে সারা দেশে যে গণআন্দোলন শুরু হয়েছে, তা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার ভবিষ্যতেরও প্রতিফলন। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ আন্দোলন আরও বিস্তৃত ও জোরালো হতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

২০ ঘণ্টা আগে

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

৩ দিন আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৬ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৬ দিন আগে