৬দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদানে কুয়েট শিক্ষার্থীদের ঢাকা যাত্রা

প্রতিনিধি
কয়রা, খুলনা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৩৬
Thumbnail image
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) ভিসি, প্রো-ভিসি’র অপসারনসহ ৬দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদানে ঢাকায় যাত্রা করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুটি বাস যোগে শতাধিক শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

গতকাল শনিবার রাতের ঘোষনা অনুযায়ী আজ সকাল ৭টা থেকে আন্দোলনকারীরা ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হয়। পরে লাল ফিতা মাথায় বেধে কিছু সময় অবস্থান কমর্সূচী পালন করে। অবস্থান শেষে তাদের প্রধান উপদেষ্টার অফিসের সামনে কর্মসূচী বিষয়ে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা। ব্রিফিং শেষে ২টি বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

প্রেস ব্রিফিংএ শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ৩ জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করবেন। আন্দোলনকারীরা বলেন, ক্যাম্পাসের বাহিরে ও ভিতরে কোথাও আমাদের নিরাপত্তা নেই। আমাদের কেউ সাহায্য করছে না, আমরা অভিভাবকহীন।বহিরাগত হামলাকারীরা এখনো ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছে, আমরা আতংকিত। প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবে না বলেও ব্রিফিংএ ঘোষানা দেয় শিক্ষার্থীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল (রোববার) দেশব্যাপী এই কমসূচি পালন করবেন তারা।

১৩ ঘণ্টা আগে

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

১ দিন আগে

ছয় দফা দাবিতে আন্দোলনকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করলেও সেই আলোচনায় সন্তুষ্ট নন তাঁরা।

২ দিন আগে

দীর্ঘদিনের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের অসন্তোষের কথা জানিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর আগে, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

২ দিন আগে