ববিতে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নং-১ গেইট সংলগ্ন স্থানে এ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

স্মৃতিফলকটির নকশা প্রণয়ন করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

উদ্বোধনকালে ববি উপাচার্য ড. তৌফিক আলম বলেন, এই স্মৃতিফলক জুলাই আন্দোলনের মর্যাদা ধরে রাখবে।জুলাই আন্দোলনের গুরুত্ব এবং শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগ সকল কিছুই এই স্মৃতিফলকের সাথে জড়িত। এটি একটি ইতিহাস হয়ে থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে এই স্মৃতিফলকের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।

উপাচার্য আরও বলেন, জুলাই বিপ্লবকে স্মরণে রাখতে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল একটি স্মৃতিফলক নির্মাণ। এই বিপ্লবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলো এলাকাবাসী। তাই আজকে শিক্ষার্থী ও এলাকাবাসীদের সাথে নিয়ে জুলাই ৩৬ স্মৃতিফলকের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আশা করি খুব দ্রুতই জুলাই ৩৬ স্মৃতিফলকটি দৃশ্যমান হবে।

জুলাই স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাহীর খান বলেন, স্মৃতিফলকটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস জানাতে অনুপ্রাণিত করবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহসী করে তুলবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

৬ ঘণ্টা আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৩ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৩ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

৩ দিন আগে