'খুবিকে যেমন দেখতে চাই' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি
খুলনা
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৮: ৪৪
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম স¦নামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষাকার্যক্রমে সংশ্লিষ্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি, বরং এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহুসংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংষ্কারের কথাও বলেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাস ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্বিবিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। খুলনা সিভিল সোসাইটি’র সভাপতি এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম। বিশ^বিদ্যালয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটি’র সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও  সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

খুলনা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিউমার্কেট এলাকার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়।

২ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

১ দিন আগে

এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা

১ দিন আগে

শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

২ দিন আগে