ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রত্যাশা ফাউন্ডেশন

প্রতিনিধি
নরসিংদী
Thumbnail image

প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর পক্ষে সুবিধা বঞ্চিত গরিবদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৌয়াকুর ও কাউরিয়া পাড়া, চরনগরদি, মুলপাড়া, ভাটপাড়া, মাধবদী, শিবপুর থানার বিভিন্ন এলাকা সহ রায়পুরা থানার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতি মার্কা সাবানের স্বত্বাধিকারী মাহমুদুল হক ভূঁইয়া, আবাবিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কাসিফ সানোয়ার, মাওলানা হানিফ খান, সুমন হাসান, মাওলানা জিয়াউল হক, আমির হোসেন, ইকবাল হোসেন, আতিক শিকদার সবুজ সহ অন্যান্য সদস্যগণ।

WhatsApp Image 2025-03-28 at 10.34.17 PM

সংগঠনটির পক্ষে প্রায় শতাধিক পরিবারের মধ্যে পোলার চাল, সয়াবিন তেল, আলু, পিয়াজ, রান্নার মসলা, গুড়া দুধ, সেমাই, গোসলের সাবান, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস পত্র ছিল।

শীলমান্দি এলাকার ৮০ বছরের অসুস্থ বৃদ্ধা মরিয়ম বেগম ঈদ উপহার হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। তিনি জানান এবার ঈদে তিনি তার সাথে রয়েছে ৩ বিধবা মেয়ে। তাদেরকে নিয়ে একসাথে ঈদের দিন ভালো খাবার খাবেন।

দুর্গম চরাঞ্চল থেকে আসা একজন কুরআনে হাফেজের মা জানান,তার ছেলে মারা যাওয়ার পর কেউ তাদের খোঁজ রাখেনি। প্রতি ঈদে তিনি প্রত্যাশা সংগঠনের ঈদ সামগ্রীর জন্য অপেক্ষা করেন। ঈদ সামগ্রী হাতে পেয়ে তিনি খুব খুশি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঈদ আয়োজন নিয়ে আরও পড়ুন

সকালের শুরু থেকে রাত অবধি—ইন্টারনেট সার্ফিংয়ের প্রতিটি ধাপেই আমরা ভরসা করি একটি ছোট্ট সফটওয়্যারের ওপর ’ওয়েব ব্রাউজার’। অফিসের কাজ, বিনোদন, সোশ্যাল মিডিয়া—সবই চলে এই ডিজিটাল দরজার মাধ্যমে। অথচ বেশির ভাগ ব্যবহারকারীই জানেন না, তাদের ব্যবহার করা ব্রাউজারই হতে পারে ব্যক্তিগত গোপনীয়তার সবচেয়ে বড় হুমকি।

৫ দিন আগে

বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামের এক ভাঙা ঝুপড়িতে দিন কাটাচ্ছেন গোকুল সরদার (৭৮) ও তাঁর স্ত্রী লক্ষ্মী রানী সরদার (৬০)। ছেঁড়া পলিথিনে মোড়ানো, হোগলা ও নারকেল পাতার বেড়ায় ঘেরা এই ঘরের অর্ধেক অংশই হেলে পড়েছে। সামান্য বাতাসে বা বৃষ্টিতে এটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৮ দিন আগে