নরসিংদীর প্রবাসী শিল্পপতির ছোঁয়ায় বাগেরহাটের মিঠাই বিক্রেতার ভাঙ্গা ঘরে ঈদের চাঁদ

প্রতিনিধি
বাগেরহাট
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২২: ৪৩
Thumbnail image

ঈদের চাঁদ উঠেছে বাগেরহাটের সুবিধাবঞ্চিত হাওয়ায় মিঠাই বিক্রেতা শিশু মোহাম্মদ আলীর বাড়িতে। ভাঙা ঘরে ছড়িয়ে পড়েছে ঈদের খুশীর রোশনাই। মালয়েশিয়া প্রবাসি শিল্পপতি সোহরাব হোসেনের সহায়তায় সুবিধাবঞ্চিত পিতৃহীন এই শিশুটির মুখে ফুটেছে হাসি।

বাগেরহাটের কাটাখালি এলাকার হাওয়াই মিঠাই বিক্রেতা শিশু মোহাম্মদ আলী সংসার চলে মহাজনের অধীনে কাজ করে। তিন বছর বয়সে পিতাকে হারায় মোহাম্মদ। তার মা ও অন্যের বাড়িতে কাজ করে। ১২ বছর বয়স থেকেই মহাজনের কাছে থেকে শুধু খাওয়া পরার বিনিময়ে হাওয়াই মিঠাই বিক্রয়ের কাজ করে সে। দারিদ্র্যের কষাঘাতে তাকে ছাড়তে হয়েছে মাদ্রাসা।

সুবিধা বঞ্চিত শিশু এই মোহাম্মদ আলিকে নিয়ে সংবাদ প্রচার করে জাতীয় দৈনিক নিখাদ খবর । সংবাদ প্রচারের পর ঈদের খুশি ছড়িয়ে দিতে পাশে দাড়ান মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহরাব হোসেন। সুবিধাবঞ্চিত এই শিশু ও তার পরিবারকে ঈদের নতুন জামা কাপড়, এক মাসের খাবার ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা করেছেন তিনি। এতে খুশি শিশুটি ও তার পরিবার।

এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি সোহরাব হোসেন বলেন, সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে। তাহলেই সমাজ সুন্দর হবে।

নিখাদ খবরের বাগেরহাট প্রতিনিধি অমিত পাল বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে। নিখাদ খবর তৃণমূলের এসব খবর প্রকাশের মাধ্যমে সমাজের তথা মানুষের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে মোহাম্মদ আলীর মতো এই সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদের বিষাদময় ঈদ হয়ে উঠবে মানবিকতার রঙে রঙিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঈদ আয়োজন নিয়ে আরও পড়ুন

টিভি দেখতে গিয়ে আমরা কখনোই দূরত্বের বিষয়ে বেশি গুরুত্ব দিই না। দিনের শেষে সোফায় বসে আরাম করে টিভি দেখার মজাই আলাদা, কিন্তু খুব কাছে থেকে টিভি দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে।

১ দিন আগে

শহরের কোলাহল আর দৈনন্দিন জীবনের যান্ত্রিকতা থেকে হাঁপ ছাড়তে চায় মানুষ। তাই উৎসবের ছুটিতে সবুজের গন্ডিতে পা রাখতে চান অনেকেই। শহরের যান্ত্রিকতাকে দূরে ঠেলে মিশতে চান প্রাকৃতিক বৈচিত্র্যময় সুন্দরবনের সৌন্দর্যের সাথে।

২ দিন আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৭ দিন আগে