কক্সবাজারের টেকনাফ শাহ পরীর দ্বীপে জেলেদের টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের বিশাল ভোল মাছ। আজ রোববার সকালে নাফ নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। এটি শাহ পরীর দ্বীপ কোনা পাড়ার বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন জালে আটকায়। স্থানীয় ভাষায় মাছটি 'বোল মাছ' নামে পরিচিত।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এবার রোজায় গরুর মাংস প্রতি কোজি ৬৫০ টাকা দরে বিক্রি হবে। প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।’