৪ লাখ ৮৫ হাজার ভোটারের পোস্টাল ভোটে নিবন্ধন সম্পন্ন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটের জন্য প্রবাসী ভোটার এবং দেশের বাইরে থাকা সরকারি কর্মকর্তাদের মধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন চলছে তুঙ্গে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ১৮৪ জন ভোটার রেজিস্ট্রেশন করেছেন।

এদের মধ্যে ৪ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন পুরুষ এবং ২৯ হাজার ৬৩৭ জন নারী। দেশের বাইরে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরবে (১ লাখ ২২ হাজার ৪০১)। কাতার, ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে ভোটাররা পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।

দেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ৫২ হাজার ৯৯৪ জন ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর জন্য রেজিস্ট্রেশন করেছেন। জেলা অনুযায়ী কুমিল্লায় সর্বোচ্চ (৫০,৯৩৬), ঢাকায় ৪৩,৮৮১, চট্টগ্রামে ৪২,৬৬৬ এবং নোয়াখালীতে ২৯,৫২৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন। নির্বাচনী আসনের ভিত্তিতে ফেনী-৩, চট্টগ্রাম-১৫, নোয়াখালী-১, কুমিল্লা-১০ এবং নোয়াখালী-৩ আসনে যথাক্রমে ৭,৯১৭, ৭,৩৩৩, ৭,১৩১, ৬,৮৩০ ও ৬,৫৭৬ ভোটার নিবন্ধিত।

ওসিভি-এসডিআই প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসস জানিয়েছেন, “প্রবাসী ভোটারদের নিবন্ধন চলমান থাকায় আশা করা হচ্ছে অন্তত ৫ লাখ প্রবাসী ভোটার পোস্টাল ভোটে নিবন্ধিত হবেন। দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোট অন্তত ১০ লাখ হওয়া উচিত।”

প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের খরচ গড়ে ৭০০ টাকা, দেশভিত্তিক ভোটারদের জন্য ২২ টাকা। নিবন্ধন ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রবাসী ভোটারদের জন্য ১৪৮ দেশে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। প্রবাসী ভোটারদের অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

নির্বাচন নিয়ে আরও পড়ুন

সিকিউরিটির কারণে সরকারি বাসায়ই অবস্থান করছেন সম্প্রতি পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। দুই মাস পর্যন্ত সরকারি বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২৭তম বিসিএস পরীক্ষার ৬৭৩ নিয়োগবঞ্চিত প্রার্থীকে সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি ঘোষণা করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে এ প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ কার্যকর করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা ও কূটনৈতিক সম্প্রসারণ–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

১০ ঘণ্টা আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। ব্রেইনের জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে, যেখানে ব্রেনস্টেমে আটকে থাকা গুলির অংশ সরানোর চেষ্টা করা হবে। হাদির সঙ্গে তার দুই ভাই রয়েছেন, এবং পরিবারের অন্য সদস্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই সিঙ্গাপুরে পৌঁছবেন।

১১ ঘণ্টা আগে