বার্নে বাংলাদেশ দূতাবাসের সিদ্ধান্ত

গুম ও হাওর অধ্যাদেশ অনুমোদন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭: ০৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা ও কূটনৈতিক সম্প্রসারণ–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তিনটি অধ্যাদেশ ও একটি কূটনৈতিক প্রস্তাবের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫ এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রস্তাব

গুম প্রতিরোধ অধ্যাদেশ

নতুন সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি অন্তত পাঁচ বছর নিখোঁজ থাকলে এবং জীবিত ফিরে না এলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবে। এ ছাড়া মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগের সুযোগ রাখা হয়েছে। ভুক্তভোগী বা অভিযোগকারী চাইলে নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে পারবেন। গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা নির্ভরশীল পরিবারের সদস্য কমিশনের পূর্বানুমতি ছাড়াই তার সম্পত্তি ব্যবহার করতে পারবেন—এমন বিধানও যুক্ত করা হয়েছে।

হাওর ও জলাভূমি সংরক্ষণ

হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশের মাধ্যমে সংশ্লিষ্ট উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, ক্ষমতা ও অধিক্ষেত্র স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা ঘোষণার বিধান রাখা হয়েছে। পাশাপাশি এসব এলাকায় নিষিদ্ধ কার্যক্রম নির্ধারণ, অপরাধ হিসেবে গণ্যকরণ এবং দণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়েছে।

বার্নে নতুন দূতাবাস

উপদেষ্টা পরিষদ সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশ দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছে। এতদিন জেনেভায় অবস্থিত স্থায়ী মিশন থেকেই কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হলেও, বার্নে সরাসরি দূতাবাস না থাকায় কাজের চাপ বাড়ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাষ্ট্রদূতসহ সীমিত জনবল দিয়ে দূতাবাস কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৮২টি মিশন রয়েছে।

অন্যান্য আলোচনা

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুরুতর স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ছাড়া মহান বিজয় দিবস সুন্দরভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

সিকিউরিটির কারণে সরকারি বাসায়ই অবস্থান করছেন সম্প্রতি পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। দুই মাস পর্যন্ত সরকারি বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২৭তম বিসিএস পরীক্ষার ৬৭৩ নিয়োগবঞ্চিত প্রার্থীকে সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি ঘোষণা করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে এ প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ কার্যকর করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা ও কূটনৈতিক সম্প্রসারণ–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

১০ ঘণ্টা আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। ব্রেইনের জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে, যেখানে ব্রেনস্টেমে আটকে থাকা গুলির অংশ সরানোর চেষ্টা করা হবে। হাদির সঙ্গে তার দুই ভাই রয়েছেন, এবং পরিবারের অন্য সদস্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই সিঙ্গাপুরে পৌঁছবেন।

১১ ঘণ্টা আগে