অনলাইন ডেস্ক
বাংলাদেশের সীমান্তে পুশইনের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,সীমান্ত পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
ভারতের উদ্দেশে তিনি বলেন, “যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।”
“আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করছে না। তবে ওনাদেরকে আমরা বলতেছি যে প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।”
এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে। ফরেন মিনিস্ট্রিতে তারা যোগাযোগ করছে।”
এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কিনা। উত্তরে তিনি বলেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। কোনও অশান্তি বর্ডারে হবে না।
অন্তর্বর্তী সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। জেলের ভেতরে থেকেই কারাবন্দিরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন। কারাগারগুলিতে এসব বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কারগারগুলির নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান করেন। দুদিনের সরকারি সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বিকেলে রাজশাহীতে যান।
বাংলাদেশের সীমান্তে পুশইনের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,সীমান্ত পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
ভারতের উদ্দেশে তিনি বলেন, “যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।”
“আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করছে না। তবে ওনাদেরকে আমরা বলতেছি যে প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।”
এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে। ফরেন মিনিস্ট্রিতে তারা যোগাযোগ করছে।”
এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কিনা। উত্তরে তিনি বলেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। কোনও অশান্তি বর্ডারে হবে না।
অন্তর্বর্তী সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। জেলের ভেতরে থেকেই কারাবন্দিরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন। কারাগারগুলিতে এসব বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কারগারগুলির নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান করেন। দুদিনের সরকারি সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বিকেলে রাজশাহীতে যান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যা সকলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
৬ ঘণ্টা আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা, তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। দলগুলো নিজেদের কথা বলছে। কিন্তু যে সন্ধিক্ষণ জনগণ ধারণ করছে, তাতে তারা জাতীয় ঐকমত্য চায়
৮ ঘণ্টা আগেআঞ্চলিক কেন্দ্র উদ্বাধনের পরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার
৯ ঘণ্টা আগেসম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতির সময় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি
১২ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যা সকলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা, তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। দলগুলো নিজেদের কথা বলছে। কিন্তু যে সন্ধিক্ষণ জনগণ ধারণ করছে, তাতে তারা জাতীয় ঐকমত্য চায়
আঞ্চলিক কেন্দ্র উদ্বাধনের পরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার
সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতির সময় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি