নারী আসনে নির্বাচন পদ্ধতি ও উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য হয়নি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সংসদে নারী আসন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের পদ্ধতি নির্ধারণে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বিএনপি ১০০ নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে। উচ্চকক্ষের প্রতিনিধি, দলীয়ভাবে নির্ধারণ চায় দলটি। যেখানে এনসিপি ও জামায়াত, দুই ক্ষেত্রেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। এমন বাস্তবতায়ও, ঐকমত্য কমিশনের আশা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের কাজ শেষ করা যাবে।

ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে, চলমান সংস্কার আলোচনার ১৩তম দিনের বৈঠক শুরু হয় সোমবার সকালে। এদিন মূল আলোচনা চলে নারী আসনে নির্বাচন এবং দ্বিকক্ষের সংসদে উচ্চকক্ষের গঠন নিয়ে।

এনসিপির দাবি, কার্যকর উচ্চকক্ষ চায় না কেউ কেউ। এর মাধ্যমে, আগের রাজনৈতিক ব্যবস্থাই বহাল রাখতে চায় তারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমাদের স্পষ্ট প্রস্তাব হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধানের বিষয়ে অবশ্যই আমাদের একমত হতে হবে।’

এদিকে উচ্চকক্ষের প্রতিনিধির পাশাপাশি, নারী আসনেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা সরাসরি অলমোস্ট ইমপসিবল। সেজন্য আমরা বলেছি, এটাও পিআর সিস্টেমে হবে এবং ১০০ জন নারী প্রার্থী থাকবে। মোট আসন সংখ্যা হবে ৪০০।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও সংসদীয় সীমানা লিমিট করা হলে বিভিন্ন পদ্ধতির নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ।’

সংস্কার আলোচনায় মতের ঐক্য-অনৈক্য থাকলেও, চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে সবাই একমত হবে বলে আশাবাদী ঐকমত্য কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম এক তৃতীয়াংশে নারী প্রার্থী নিশ্চিত করার কথা। এটা নিয়ে আলোচনা হয়েছে। এর বাহিরেও কিছু কিছু প্রস্তাব এসেছে। ফলে আমরা এখানে একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে এটা পুনর্বিবেচনা করে,গত কয়েকদিনের আলোচনার প্রেক্ষিতে আগামীকালও এ আলোচনা অব্যাহত থাকবে।’

সোমবারের আলোচনায়, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

বিএনপি ১০০ নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে। উচ্চকক্ষের প্রতিনিধি, দলীয়ভাবে নির্ধারণ চায় দলটি। যেখানে এনসিপি ও জামায়াত, দুই ক্ষেত্রেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। এমন বাস্তবতায়ও, ঐকমত্য কমিশনের আশা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের কাজ শেষ করা যাবে।

৪ ঘণ্টা আগে

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

৮ ঘণ্টা আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

৯ ঘণ্টা আগে

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ৬৫ জন চিকিৎসক নিয়োগের অভিযোগে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

১০ ঘণ্টা আগে