নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (৫ জুলাই) গুলশানের বাসা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯ টায় বাসা থেকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো।
এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে মাধ্যমিক ও ১৯৬০ সালে উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণীতে পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন শামসুল হুদা। স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। এরপর তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
ওয়ান ইলেভেনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ২০০৭ সালে এ টি এম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আইনে ব্যাপক সংস্কার আনে এই কমিশন। এর মধ্যে ছিল ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স। এই কমিশনের অধীনেই ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শামসুল হুদা কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন, মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (৫ জুলাই) গুলশানের বাসা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯ টায় বাসা থেকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো।
এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে মাধ্যমিক ও ১৯৬০ সালে উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণীতে পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন শামসুল হুদা। স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। এরপর তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
ওয়ান ইলেভেনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ২০০৭ সালে এ টি এম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আইনে ব্যাপক সংস্কার আনে এই কমিশন। এর মধ্যে ছিল ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স। এই কমিশনের অধীনেই ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শামসুল হুদা কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন, মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
১৯ ঘণ্টা আগেযখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তার অন্তত এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তি ১৮ বছর হবেন, ভোটার হওয়ার জন্য যোগ্য হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন
২০ ঘণ্টা আগেগোপালগঞ্জে সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুলসংখ্যক ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী।
২০ ঘণ্টা আগেবরখাস্ত কর্মকর্তারা হলেন—কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক লোকমান আহমেদ; কর অঞ্চল-৬, ঢাকার কর পরিদর্শক রুহুল আমিন এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মো. আবদুল্লাহ-আল-মামুন
২০ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তার অন্তত এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তি ১৮ বছর হবেন, ভোটার হওয়ার জন্য যোগ্য হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন
গোপালগঞ্জে সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুলসংখ্যক ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী।
বরখাস্ত কর্মকর্তারা হলেন—কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক লোকমান আহমেদ; কর অঞ্চল-৬, ঢাকার কর পরিদর্শক রুহুল আমিন এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মো. আবদুল্লাহ-আল-মামুন