নির্বাচন কমিশনকে সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যখন নির্বাচন হবে, তখন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়তা করতে প্রস্তুত।

পুলিশ কাঙ্ক্ষিত পর্যায়ে সক্রিয় হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি মনে করেন যে সক্রিয় থাকার অর্থ পুলিশ সবসময় মানুষকে মারধর করবে—যেমনটা গত ১৫ বছরে ঘটতে দেখেছি—তাহলে আমরা সেই পুলিশ বাহিনী চাই না। আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী চাই।

তিনি আরও বলেন, পুলিশ নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করে তাদের কর্তব্য পালন করবে। তারা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়।

ভারত থেকে পুশব্যাক নিয়ে এক প্রশ্নের জবাবের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, তাহলে তারা আমাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি। কিন্তু নির্জনে রাস্তায় এভাবে ফেলে রাখা কোনো সভ্য কাজ হতে পারে না।’

বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে বিরত রয়েছেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়

২ দিন আগে

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে কমিশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দলগুলোর মধ্যে সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য গড়ে উঠেছে, এমনকি ভিন্নমত বা ‘নোট অব ডিসসেন্ট’ রেখেও আলোচনা এগিয়েছে

২ দিন আগে

প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান

২ দিন আগে

গত ৮ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনায় এ তথ্য জানিয়েছেন সিইসি

২ দিন আগে