তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উত্তরের জলবায়ু পরিবর্তন ঠেকাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নসহ রংপুরের শ্যামা সুন্দরী খালকে পুনউদ্ধার করা হবে। খনন শুরু করা হবে শুস্ক মৌসুমে।

মঙ্গলবার(১৫ জুলাই) বিকালে রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকায় শ্যামাসুন্দরীর উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের কাছে একথা বলেন তিনি।

রিজওয়ানা বলেন, রংপুরের ঐতিহ্যের খাল খনন করে এর পানির প্রবাহ ঠিক রাখতে পরিকল্পনা নেয়া হয়েছে। যেখানে বাঁধা আসবে সেই সমস্যা সমাধান করবে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। এটি বাস্তবায়ন হলে রংপুর নগীরর পরিবেশ রক্ষা হবে। সেই সাথে ৩৫ টি পয়েন্টে বাসা-বাড়ি, কলকারখানার যে বর্জ্য পরে খালে তা ঠেকাতে ডাম্পিং তৈরি করা হবে।

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা বলেন, আলমারিতে থাকা তিস্তার পরিকল্পনা বের করে সংশোধন করা হয়েছে। পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। অনুমোদন পেলেই চলতি বছরেই মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। আপাতত ঝুঁকিপূর্ণ ৪৫ টি পয়েন্টে ভাঙন রোদে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ভাটির দেশ হিসেবে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। যাতে করে অকাল বন্যা, নদী ভাঙন ও ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত না হয় তিস্তা পারের মানুষ।

এর আগে কুড়িগ্রাম যাওয়ার পথে উপদেষ্টা জেলার কাউনিয়া রেল সেতু এলাকায় তিস্তা নদী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, পানি উন্নয়ন বোর্ডের প্রধান কৌশলী মাহবুবুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সা, রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধান গন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে বিরত রয়েছেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়

১ দিন আগে

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে কমিশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দলগুলোর মধ্যে সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য গড়ে উঠেছে, এমনকি ভিন্নমত বা ‘নোট অব ডিসসেন্ট’ রেখেও আলোচনা এগিয়েছে

১ দিন আগে

প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান

১ দিন আগে

গত ৮ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনায় এ তথ্য জানিয়েছেন সিইসি

১ দিন আগে