প্লট দুর্নীতি,হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের দায়ের করা চার্জশিট গ্রহণ করে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালত ১৮ আসামির বিরুদ্ধেই চার্জশিট গ্রহণ করেছেন এবং তারা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে আগামী ৪ মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন ও শরীফ আহমেদ। শেষের দুইজন তদন্তে প্রাপ্ত নতুন আসামি।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা পরিবারের জন্য ৬০ কাঠা জমির প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলায় মামলাটি দায়ের করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলা।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এ প্লট বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে বলে উল্লেখ করা হয়।

গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা গোপন করে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘন করেছেন সায়মা ওয়াজেদ পুতুল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

দেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে অধিকাংশ সমস্যার উৎপত্তি এখানেই- এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “প্রবাসীদের সমস্যা দূর করাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। দূতাবাসের কিছু সীমাবদ্ধতা থাকলেও সেবা দিতে হবে আগে।”

১ ঘণ্টা আগে

অর্থনৈতিক অপরাধ যারা করেছে তাদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা।

১৯ ঘণ্টা আগে

আগামী ২৭ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবা‌দিক‌দের সঙ্গে ব্রিফংয়ের সময় এ তথ‌্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

২০ ঘণ্টা আগে