"আয়নাঘর দেখে এসেছি" - হুম্মাম কাদের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০০
Thumbnail image
হুম্মাম কাদের চৌধুরী

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যেখানে আমাকে এক মাস বন্দি করে রাখা হয়েছিল, সেই আয়নাঘর দেখে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. ইউনূসের সঙ্গে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। আশা করি, এ অন্যায়ের বিচার দ্রুত শুরু হবে। যারা আমার পরিবারকে অত্যাচার করেছিল, তাদের বিচারও শুরু হবে।

বুধবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় দরবেশ হাটে আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুপ চৌধুরী, উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি।

বিদ্যালয়ের জমিদাতা ও সভাপতি এমএ লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের উপদেষ্টা খালেদ বিন আবদুল কাদের বাচ্চু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পিয়ারুল আলম তালুকদার, বিদ্যালয়ের সচিব মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আবু সৈয়দ, ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ বেলাল, বিএনপি নেতা আব্দুল মান্নান কোম্পানি, আব্দুল আলিম প্রমুখ।

আলোচনার আগে বিদ্যালয়টির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উল্লেখ্য, এই গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। বিশাল জনগোষ্ঠীর এই এলাকার শিক্ষার্থীরা নদী পার হয়ে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিলেন। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে তাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যেত। অবশেষে এই এলাকায় নতুন স্কুল প্রতিষ্ঠা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রতিক্রিয়া নিয়ে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে উত্তাপ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

৫ দিন আগে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, আর ফিরে আসার সম্ভাবনা নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা ব

৭ দিন আগে

নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি আমাদের দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না।

১০ দিন আগে

আজ শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

১০ দিন আগে