পরিপূর্ণ তথ্য পেয়ে ৩২ নম্বরে হামলার বিষয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি: হাফিজ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৫
Thumbnail image

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজেদের অবস্থানের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন হাফিজ উদ্দিন।

তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের বিশৃঙ্খলা। বলেন, এর পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিনা তা দেখতে হবে।

নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি। গণতন্ত্রবিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা দেশের সব বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনের গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের কর্মকাণ্ড।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দ্রব্যমূল্যের কারণে মানুষ কষ্ট পাচ্ছেন। ভাঙাভাঙির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মনে হয় দেশটা ভালো গন্তব্যের দিকে যাচ্ছে না। তাই গণতন্ত্র রক্ষায় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর জরুরি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রতিক্রিয়া নিয়ে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে উত্তাপ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

৫ দিন আগে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, আর ফিরে আসার সম্ভাবনা নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা ব

৭ দিন আগে

নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি আমাদের দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না।

১০ দিন আগে

আজ শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

১০ দিন আগে