খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের দ্বিপক্ষীয় নিরাপত্তা বৈঠক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

দিল্লিতে চলমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনের প্রাক-পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

এই বৈঠকে খলিলুর রহমান তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং অজিত দোভালের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে বিভিন্ন নিরাপত্তা বিষয়ক আলোচনা সম্পন্ন হয়। বৈঠকে মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের কর্মকাণ্ড, অংশগ্রহণকারী দেশগুলোর অভিজ্ঞতা, নিরাপত্তা ব্যবস্থাপনা, ও প্রতিক্রিয়াশীল নীতি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রেও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সুযোগে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বৈঠকের সময় দুই পক্ষই নিরাপত্তা, সাইবার স্পেস, সামরিক প্রস্তুতি এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও কর্মপরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ হাইকমিশন দিল্লি বুধবার সন্ধ্যায় এই বৈঠকের তথ্য এক্স-হ্যান্ডেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। খলিলুর রহমানের দিল্লি সফরের মূল উদ্দেশ্য হলো কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে অংশ নেওয়া, যেখানে তিনি আগামীকাল বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত সেশনেও অংশগ্রহণ করবেন। এই বৈঠক ও সম্মেলন বাংলাদেশের জন্য কৌশলগত সহযোগিতা প্রসার এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাক্ষাৎকার নিয়ে আরও পড়ুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার দীর্ঘ সময়ের বিরতির পর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, যা ক্যাম্পাসে নতুন উৎসবের আমেজ তৈরি করেছে

১ ঘণ্টা আগে

ফেনীতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এক অজ্ঞাত যুবকের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ঘটে

১ ঘণ্টা আগে

নীলফামারীর ডিমলায় দ্রুতগতির পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে একই পরিবারের দুইজন প্রাণ হারিয়েছেন

৪ ঘণ্টা আগে

দিল্লিতে চলমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনের প্রাক-পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন

২০ ঘণ্টা আগে