দেশের বাইরেও স্বস্তিতে নেই ওবায়দুল কাদের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ওবায়দুল কাদের

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছিলেন তারা আমৃত্যু ক্ষমতায় থেকে যাবেন। ক্ষমতা যে চিরদিন থাকে না, সে কথা বেমালুম ভুলেই গিয়েছিলেন তারা। ক্ষমতার জোরে তারা বিরোধীদলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও অশোভন আচরণ করেছেন। এসব কারণে দেশের বাইরে থেকেও মুখ দেখাতে সাহস পাচ্ছেন না ওবায়দুল কাদের। আত্মগোপনে থেকে এখন হয়তো বুঝতে পারছেন গণঅভ্যুত্থান পরিস্থিতি কত দ্রুত টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে।

ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না। সরকার পতনের পর ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান হারিয়েছেন– এমনটাই বলছেন দলের কেন্দ্রীয় নেতারা। তিনি এখন দলের মুখপাত্রও নন। সাংগঠনিক কোনো বিবৃতিও দিচ্ছেন না তিনি। সরকার পতনের পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নামে বিবৃতি যাচ্ছে।

সাবেক এক ছাত্রনেতা জানান, ওবায়দুল কাদের, ড.রাজ্জাক, মির্জা আজম, জাহাঙ্গীর কবীর নানক, আনিসুল হক, সালমান এফ রহমানসহ অন্তত একডজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার কারণে শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীর দূরত্ব বেড়েছিল। তাদের কারণে কেন্দ্রীয় নেতার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনার সঙ্গে দেখা করে ওই সময়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারেননি। অনেকেই নানা ভুল সিদ্ধান্তের জন্য দায়ী করেন ব্যক্তি ওবায়দুল কাদেরকে। তাদের দাবি, সাধারণ সম্পাদক হিসেবে বড় দায় তার ঘাড়ে চাপে। সংগঠনে তিনি নিজেকে ‘একক কর্তৃত্বের’ জায়গায় নিয়ে গিয়েছিলেন।

সম্প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীর রোষানলের শিকার হয়ে ভারতে নাজেহাল হয়েছেন প্রভাবশালী এক সাবেক মন্ত্রী। ওবায়দুল কাদেরের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। দেশের বাইরে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ওবায়দুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

সাধারণ নেতাকর্মীদের ধারণা, ওবায়দুল কাদের যেখানেই রয়েছেন, তার সঙ্গে আছেন মির্জা আজম। মির্জা আজমরা কাদেরের নির্দেশে কমিটি বাণিজ্য থেকে শুরু করে পদপদবি বণ্টন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অখ্যাত ব্যক্তিদের পদপদবি বিলিয়ে দিয়েছেন। এসব কারণে কর্মসূচি দিয়েও মাঠে নামাতে পারছেন না ত্যাগী নেতাকর্মীদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আওয়ামী লীগ নিয়ে আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)

১৩ ঘণ্টা আগে

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রূপসা উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিককে অবরুদ্ধ রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

১৪ ঘণ্টা আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই

১৪ ঘণ্টা আগে

সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন। সেই সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি

১৫ ঘণ্টা আগে