আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছিলেন তারা আমৃত্যু ক্ষমতায় থেকে যাবেন। ক্ষমতা যে চিরদিন থাকে না, সে কথা বেমালুম ভুলেই গিয়েছিলেন তারা। ক্ষমতার জোরে তারা বিরোধীদলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও অশোভন আচরণ করেছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক দলের নেতাদের অনেকে। তাদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। এ সময় জুলাই হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাদের বিচারের বিষয়েও আলোচনার কথা জানিয়েছেন তারা।