নিজস্ব প্রতিবেদক

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কর্মী-সমর্থকরাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, সাবেক উপদেষ্টা নিজে তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন, যার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
তিনি বলেন, “মুরাদনগর থেকেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন করবেন—এমন প্রত্যাশা আমাদের। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি সম্ভাব্য জোট বা রাজনৈতিক সমন্বয়ের বিষয়গুলোও আমরা পর্যবেক্ষণ করছি। স্থানীয় জনগণের বড় একটি অংশ তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে দেখতে চায়।”
এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, তাঁর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। তবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তাঁর সমর্থকরা মনোনয়ন ফরম নিয়েছেন। এটি সম্পূর্ণ উন্মুক্ত প্রক্রিয়া। এখন পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে ঢাকা-১০ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফলে তিনি কোন আসন থেকে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন—তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কর্মী-সমর্থকরাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, সাবেক উপদেষ্টা নিজে তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন, যার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
তিনি বলেন, “মুরাদনগর থেকেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন করবেন—এমন প্রত্যাশা আমাদের। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি সম্ভাব্য জোট বা রাজনৈতিক সমন্বয়ের বিষয়গুলোও আমরা পর্যবেক্ষণ করছি। স্থানীয় জনগণের বড় একটি অংশ তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে দেখতে চায়।”
এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, তাঁর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। তবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তাঁর সমর্থকরা মনোনয়ন ফরম নিয়েছেন। এটি সম্পূর্ণ উন্মুক্ত প্রক্রিয়া। এখন পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে ঢাকা-১০ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফলে তিনি কোন আসন থেকে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন—তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের প্রার্থী চূড়ান্ত করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়ন বিতর্কের মধ্যে, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়ার দাবি তুলে নেতাকর
৩ ঘণ্টা আগে
শর্মিলা রহমান সিঁথি যেন এক নিঃশব্দ বিপ্লবের নাম। স্বৈরশাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে নির্ভয়ে তিনি মালয়েশিয়া, লন্ডন ও ঢাকায় পরিবারকে সময় দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
ঢাকায় প্রত্যাবর্তনের পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। বেলা সাড়ে ১১টার কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান।
৭ ঘণ্টা আগে
যশোরের ছয়টি আসনের মধ্যে তিনটিতেই মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এর মধ্যে একটি আসন জোটের শরিক দলকে ছেড়ে দিয়েছে।
২০ ঘণ্টা আগেকুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের প্রার্থী চূড়ান্ত করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়ন বিতর্কের মধ্যে, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়ার দাবি তুলে নেতাকর
শর্মিলা রহমান সিঁথি যেন এক নিঃশব্দ বিপ্লবের নাম। স্বৈরশাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে নির্ভয়ে তিনি মালয়েশিয়া, লন্ডন ও ঢাকায় পরিবারকে সময় দিয়েছেন।
ঢাকায় প্রত্যাবর্তনের পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। বেলা সাড়ে ১১টার কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান।