গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫: ০৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্রতর হয়েছে। এতে প্রতিদিনই উপত্যকাটিতে কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে। গতকাল শুক্রবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজ্জারিনি এ কথা জানান। তিনি বলেছেন, ‘শিশু হত্যাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না।’

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজ্জারিনি এক এক্স পোস্টে বলেন, ‘১৮ মার্চ ইসরায়েলি বাহিনী আবার হামলা শুরু করার পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ তাদের শৈশব কেড়ে নিচ্ছে। যুদ্ধ গাজাকে শিশুদের জন্য বসবাসের অযোগ্য করে তুলেছে।’

ফিলিপ লাজ্জারিনি আরও বলেন, ‘এটি আমাদের সাধারণ মানবতার ওপর কলঙ্ক লেপন করেছে। শিশুরা যেই স্থানেই থাকুক না কেন, তাদের হত্যাকে কোনোভাবে সমর্থন করা যায় না।’

দেড় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। এ বছরের শুরুতে যুদ্ধবিরতি গাজার শিশুদের বেঁচে থাকার কিছুটা সুযোগ দিয়েছিল। কিন্তু গত ১৮ মার্চ থেকে পুনরায় হামলা জোরদার হওয়ায় তাদের শৈশব আবারও কেড়ে নেওয়া হচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত দেড় বছরে উপত্যকায় নিহত হয়েছে ৫০ হাজার ৬০০ জনের বেশি। আহত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি। নিহত এবং আহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা দুই বছরের শিশু সাজিদ আর বেঁচে নেই। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নিশ্চিত করেন।

৫ দিন আগে

রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর জীবিত উদ্ধার হয়েছে দুই বছরের শিশু সাজিদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে একটি গভীর নলকূপের গর্ত থেকে তুলে আনেন। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

৬ দিন আগে

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততার বিস্তার ও স্বাস্থ্যঝুঁকি এখন মানুষের নিত্যসঙ্গী। সুন্দরবনের কোলঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর, খুলনা ও বাগেরহাটজুড়ে নারীদের মধ্যে জরায়ুজনিত জটিলতা, উচ্চ রক্তচাপ, সংক্রমণ ও অকাল জরায়ু অপসারণ ভয়াবহ হারে বাড়ছে।

৬ দিন আগে

দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, ভোট ও নারীর অধিকার, সাম্য ও ন্যায্যতার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন অকাতরে। মিথ্যে মামলার জালে চার দেয়ালের মাঝে কাটিয়েছেন বছরের পর বছর।

১৩ দিন আগে