নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা, হঠাৎ সন্তান প্রসব

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মা হতে চলেছেন তিনি, নিজেই জানতেন না বছর ৪৫-এর মহিলা। হঠাৎ করে মলত্যাগের বেগ আসায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হঠাৎ জন্ম দিলেন সন্তানের

এমনই বিচিত্র একটি সন্তানপ্রসবের ঘটনা ঘটল কানাডার টরেন্টো শহরে।

ব্রিটেনের ব্রিস্টলের বাসিন্দা হেলেন এবং মিশেল গ্রিন টরেন্টোতে বেড়াতে গিয়েছিলেন ১০ দিনের জন্য। সেখানেই ২১ মে তারিখে একটি হোটেল রুম ভাড়া নেন তাঁরা।

রাত দুটো নাগাদ হেলেনের আচমকা ঘুম ভেঙে যায়। প্রাথমিক ভাবে তাঁর মনে হয়েছিল এটা সাধারণ পেট ব্যথা। সেই ভেবেই মলত্যাগ করতে যান তিনি।

কিন্তু মলত্যাগ করতে গিয়ে তাঁর মনে হয় কিছুতেই যেন পরিষ্কার হচ্ছে না পেট। এই অবস্থায় দু’বার প্রবল জোরে পেটে চাপ দেন তিনি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হেলেন জানান, “আমি বুঝতেই পারিনি কী হচ্ছে। দ্বিতীয় বার জোরে চাপ দিতেই দেখি শিশুটি বেরিয়ে এসেছে।”

বিস্ময় এবং আতঙ্ক কাটিয়ে সন্তানকে তড়িঘড়ি কোলে তুলে নেন তিনি। নিজেই ফোন করেন অ্যাম্বুলেন্সে। ১০ মিনিটে হাজির হন স্বাস্থ্যকর্মীরা। সেখান থেকে দ্রুত মা এবং সন্তানকে নিয়ে যাওয়া হয় মাউন্ট সিনাই হাসপাতালে।

এই নিয়ে তৃতীয়বার মা হলেন হেলেন। তবে এর আগের দু’বার সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু এবার তিনি বুঝতেও পারেননি গর্ভাবস্থার কথা। কারণ তাঁর ঋতুস্রাব বন্ধ হয়নি।

বিজ্ঞানের ভাষায় একে বলে ক্রিপটিক প্রেগন্যান্সি। এই ধরনের গর্ভাবস্থায় হবু মায়ের শরীরের ঋতুচক্র সম্পূর্ণ স্বাভাবিক থাকে। বিষয়টি এতই বিরল যে হাসপাতালের চিকিৎসকেরাও চমকে ওঠেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিবিধ নিয়ে আরও পড়ুন

এই নিয়ে তৃতীয়বার মা হলেন হেলেন। তবে এর আগের দু’বার সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু এবার তিনি বুঝতেও পারেননি গর্ভাবস্থার কথা। কারণ তাঁর ঋতুস্রাব বন্ধ হয়নি

১৩ ঘণ্টা আগে

ভারত নির্ভরতা কমাতে অন্যান্য দেশ থেকে আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। তবে এখনো দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। চীনের পরই ভারত থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে।

৯ দিন আগে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে।

১৩ দিন আগে

সাবেক গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে। তাঁর স্ত্রী আয়েশা সুলতানা বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় এ চিঠি প্রদান করেন।

১৩ দিন আগে