ইউক্রেন তো আমাদেরই, কোনো ছাড় দেওয়া হবে না: রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১২
Thumbnail image
ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে শান্তি চুক্তিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, ইউক্রেন বলে যে এলাকা দাবি করা হচ্ছে, এগুলো আসলে রুশদের গড়া। আজ সোমবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। খবর: সিএনএনের

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আমেরিকার মধ্যস্থতায় সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হবে। তাতে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।

আমেরিকা বলছে, এই শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেন–এই দুই পক্ষকেই ছাড় দিতে হবে। এদের মধ্যে সমঝোতা করতে হবে।

সৌদি আরবের সময় আগামীকাল মঙ্গলবার এই আলোচনা হবে বলে প্রচার করেছে কয়েকটি সংবাদমাধ্যম। ট্রাম্প প্রশাসন বলছে, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় সমঝোতা করতে গিয়ে কিছু ছাড় দিতে হবে রাশিয়াকে। ইউক্রেনকেও কিছু ছাড়তে হবে। এসব ছাড় তাদের কারোর জন্যই হয়তো ভালো খবর নাও হতে পারে।

এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিল সিএনএন। তাঁকে প্রশ্ন করা হয়, শান্তি চুক্তিতে কিছু ছাড় দেওয়ার ইচ্ছা রাশিয়ার রয়েছে কি না। তিনি জবাবে এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, রাশিয়া কঠোর পথে হাঁটবে।

এ সময় লাভরভ বলেন, ‘যাকে এখন ইউক্রেন বলা হচ্ছে, এটি তো আমাদের রুশদের গড়া।’

এই মন্তব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২০২১ সালের সেই আলোচিত বক্তব্যকে মনে করিয়ে দেয়। ওই সময় তিনি দাবি করেছিলেন, রুশ ও ইউক্রেনীয়রা আসলে একই মানুষ, একই জাতি।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে হতে যাওয়া আলোচনায় থাকছে না ইউক্রেনের কোনো প্রতিনিধি। এ আলোচনায় ইউক্রেনের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটি। ইউক্রেনের সরকারি একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের সরকারি আরেকটি সূত্রের বরাতে তবে সিএনএন বলছে, ইউক্রেনের প্রতিনিধি সৌদি আরবে যাবেন। কিন্তু বৈঠকে অংশ নেবেন না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাশিয়া–ইউক্রেন সংকট নিয়ে আরও পড়ুন

গবেষণায় ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩টি (৫৭ দশমিক ৮ শতাংশ) নমুনায় সিসার পরিমাণ নিরাপদ মাত্রা ৯০ পিপিএমের নিচে ছিল। বাকি ৬৮টি নমুনা (৪২ দশমিক ২ শতাংশ) বিএসটিআই নির্ধারিত সীমা অতিক্রম করেছে। এর মধ্যে, ২৬ দশমিক ২ শতাংশ নমুনায় সিসার পরিমাণ ১ হাজার পিপিএমের বেশি এবং ৩ দশমিক ১ শতাংশে ৫০ হাজার পি

৫ ঘণ্টা আগে

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হয়ে ওঠে সদ্যপুষ্করনী । ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘনিষ্ঠভাবে জানার উদ্দেশ্যে আগমন করেন

৩ দিন আগে

দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৩৫টি। শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে দেশে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে চাহিদাও বিবেচনায় নেওয়া হয়নি

৫ দিন আগে

বন্ধু মনে হলেই, বন্ধু হয়ে গেছি। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান দেখার সময় আমার নেই। তবে এর জন্য আমার মাকে অনেক কথা শুনতে হয়েছে। এবং এ কারণে আমার পিঠে বেত এবং গাছের ডাল ভাঙা হয়েছে। কিন্তু আমি নিজের জগতে অবিচল

৫ দিন আগে