কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র থেকে লড়বেন হাজী ইয়াছিন

প্রতিনিধি
কুমিল্লা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২০: ১৩
Thumbnail image
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে -৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে বিভক্তি প্রকাশ্যে এসেছে। দলীয় মনোনয়ন না পেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে স্বতন্ত্র প্রার্থী করার দাবিতে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে বুধবার হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

কুমিল্লা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন কুমিল্লা-৬ (সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) এলাকায় বিএনপির মনোনয়ন প্রশ্নে অভ্যন্তরীণ অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলীয় মনোনয়ন শেষ পর্যন্ত হাজী ইয়াছিনের পক্ষেই আসবে— আর তা না হলে তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নামানো হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হাজী ইয়াছিনের সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বলেন, কুমিল্লা-৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে দলীয় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে দলীয় চিঠিসহ তা জমা দেওয়া হবে।

তাঁর দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া একজন পরীক্ষিত নেতার জনপ্রিয়তা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন দল করবে।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে আহ্বায়ক ছিলেন। তিনি কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন
হাজী আমিন উর রশিদ ইয়াছিন

গত ১৭ বছরে নির্যাতিত নেতাকর্মীদের জামিন, আইনি সহায়তা, কারাবন্দি অবস্থায় খরচ, চিকিৎসা ও পরিবার দেখভালের মতো প্রতিটি বিষয়ে তিনি সরাসরি তদারকি করেছেন। এ কারণেই নেতাকর্মীদের হৃদয়ে তাঁর আলাদা অবস্থান তৈরি হয়েছে। কুমিল্লা-৬ আসনের মানুষের কাছে তিনি একজন পরিচ্ছন্ন, জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, সীমানা জটিলতার অজুহাতে হঠাৎ ভিন্ন আসনের একজন প্রার্থীকে কুমিল্লা-৬ নির্বাচনি এলাকায় চাপিয়ে দেওয়ার চেষ্টা স্থানীয় নেতাকর্মীরা মেনে নেবেন না। দলীয় মনোনয়ন না মিললেও হাজী ইয়াছিনকেই এই আসনে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

সে লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে সদর আসন হিসেবে কুমিল্লা-৬ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে হাজী ইয়াছিনের অনুসারীরা টানা আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পরে দলীয় হাইকমান্ড মনোনয়নের বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে এসে দলীয় কর্মসূচি অব্যাহত রাখেন।

এ বিষয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন,

দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম ও নির্যাতনের মধ্যেও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং নেতাকর্মীরাও তাঁকে ছেড়ে যাননি। নেতাকর্মীদের অনুরোধেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে সরাসরি তাঁর কাছে চূড়ান্ত মনোনয়নের দাবি তুলে ধরা হবে।

হাজী ইয়াছিনের অনুসারী নেতারা জানান,

দলীয় মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। কুমিল্লা-৬ আসনের কমপক্ষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ, সমর্থকদের ভোটার আইডি নম্বর, স্বাক্ষর, ভোটার নম্বর ও কেন্দ্রভিত্তিক তথ্যসহ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিবিধ নিয়ে আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে বিভক্তি প্রকাশ্যে এসেছে। দলীয় মনোনয়ন না পেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে স্বতন্ত্র প্রার্থী করার দাবিতে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্

১৬ ঘণ্টা আগে

দেশে ৪৩ বছর আগে মূল্যবান ইউরেনিয়ামের সন্ধান মিললেও নেই উত্তোলনের কোনো উদ্যোগ। ইউরেনিয়াম উত্তোলন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় সম্ভব । নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রের জন্য জাপান, জার্মান ও যুক্তরাষ্ট্র ইউরেনিয়ামের বড় গ্রাহক।

২ দিন আগে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ দিন আগে

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা দুই বছরের শিশু সাজিদ আর বেঁচে নেই। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নিশ্চিত করেন।

১৪ দিন আগে