একাদশে ৩ পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে আবারও মুখোমুখি দুই দল বাংলাদেশ-ভারত। দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে টাইগার দলে আছেন তিন স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি খেলাটি দেখাবে নাগরিক টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।

তাসকিন আহমেদের সঙ্গে বোলিং ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার।

পরিসংখ্যান, শক্তিমত্তা ও মুখোমুখি দেখা—কোনোটিতেই এগিয়ে নেই বাংলাদেশ। এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছেন টাইগাররা। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা। এবার পেসারদের নিয়ে আরেকটি ইতিহাস গড়তে চান শান্ত ব্রিগেড।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিশ্বকাপের টিকিট একরকম হাতছাড়া হয়েই যাচ্ছিল। তবে ভাগ্য যে শেষ হাসি হাসবে বাংলাদেশের হয়েই, তা হয়তো আগে থেকেই লেখা ছিল।

২ ঘণ্টা আগে

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরেও শেষ দিকের ব্যর্থতায় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে যেখানে একসময় বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই মনে হচ্ছিল, সেখানে শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন আজ ঝুলে আছে থাইল্যান্ডের ওপর।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু এবারের সফরে ভালো প্রস্তুতি নিয়েই এসেছে সফরকারী দলটি। উইলিয়ামস বলেন, বাংলাদেশের মাঠের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৯ ঘণ্টা আগে

দারুণ জয় দিয়ে এএইচএফ কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

১১ ঘণ্টা আগে