প্রত্যাশা অপূর্ণই থেকে গেল লিটনের

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

অনুশীলনে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসছেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই, তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি জানিয়েছেন, আঙুলে চিড় ধরা পড়েছে, আর এর ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

লিটনের আঙুলের চোট সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘শুনেছি সে আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফিরে পরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে।’

ফেসবুক পোস্টে লিটন দুঃখ প্রকাশ করে লেখেন, 'পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম, কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছি, যা আমার জন্য খুবই হতাশাজনক।'

এবারের আসরে করাচি কিংস পিএসএল নিলামে লিটন দাসকে দলে নেয়। পুরো আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। আইপিএল ও এলপিএলের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পিএসএলে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল।

এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ। আর টেস্ট সিরিজ শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেওয়ার কথা রয়েছে পেসার নাহিদ রানার। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

লিটনের এই আকস্মিক ছিটকে পড়া তার ভক্তদের জন্য যেমন হতাশার, তেমনি দল করাচি কিংসের জন্যও একটি বড় ধাক্কা। এখন অপেক্ষা, দেশে ফিরে চিকিৎসার পর কবে ফিরতে পারবেন মাঠে সেই সুসংবাদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

লা লিগা কর্তৃপক্ষ মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর সূচি প্রকাশ করেছে। আগামী ১১ মে অলিম্পিক স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৪.১৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে স্বাগতিক বার্সেলোনা। আর এই ম্যাচের ফলাফল এবারের লা লিগায় শিরোপা নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে।

২ ঘণ্টা আগে

রিতু মনির বীরত্বে ৮ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এসময় রিতু মনির উদযাপনটা ছিল দেখার মতো। রেকর্ড জয়ের মাধ্যমে এমন উদযাপন জয়ের বীর কন্যাকেই মানায়।

১ দিন আগে

ভুটান নারী ফুটবল লিগ খেলতে রোববার সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাঁচ ফুটবলার। তবে সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারের যাওয়ার কথা থাকলেও, তার ক্লাব এখনও ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে অপারগ হওয়ায় তিনি কিছুদিন পর যাবেন বলে জানা গেছে।

২ দিন আগে

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। আর এই টুর্নামেন্টের টিকিট পেতে পাকিস্তানে বাছাই পর্ব প্রতিযোগিতায় নাম লিখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সেমতে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবেন নিগার সুলতানারা। লাহোরে ম্যাচটি

২ দিন আগে