‘ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই’

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ‘আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজড করতে যাচ্ছি। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি।

আজ রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে আমিনুল ইসলাম এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘রাজশাহীতে মাঝেমধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়। আমরা গ্রেটার রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট অ্যাকটিভি আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে। এখানে ইতিমধ্যে অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৮ দলের ক্রিকেট টুর্নামেন্ট হয়, যা এক দিনের। এগুলোকে আমরা দুই দিনে রূপান্তর করব।’

টেস্ট ক্রিকেট সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম। বাংলাদেশের মানুষ, বিশেষ করে গতকাল খুলনায়, আজ রাজশাহীতে মানুষ স্বতস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সব সময় করতে চাই।’

রাজশাহীর মাঠ সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, ‘এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান (মাহবুব আনাম) আছেন। দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।’

আয়োজক সূত্রে জানা গেছে, টেস্ট ক্রিকেট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২১–২৮ জুন পর্যন্ত ৭ বিভাগীয় শহরে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। এর মধ্যে আছে অনূর্ধ্ব-১২ পর্যায়ের সিক্স–এ–সাইড প্রতিযোগিতা। এ ছাড়া বিভাগীয় শহরে একজন কোচও থাকবেন। ‘প্যারেন্টাল/ফ্রি ফর অল কোচিং সেন্টার’ নামের আয়োজনের মাধ্যমে আগ্রহী অভিভাবকদের ক্রিকেট কৌশল ও খেলার মূল ধারণা সম্পর্কে ধারণা দেওয়া হবে।

একই সময়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্টের আয়োজনও করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে এতে অংশ নেওয়া যাবে। প্রতিটি ভেন্যুতে একটি করে কমেন্ট্রি বুথও থাকবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তের ভিডিওগুলো সেখানে উপস্থাপন করা হবে। আগ্রহী দর্শকেরা চাইলে ভিডিওর ওপর ধারাভাষ্য দিতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

আগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদরা এখনো স্কুলে আছে। ওদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব। তাই স্কুল ক্রিকেটকে আমরা নতুনভাবে আয়োজন করব

১৩ ঘণ্টা আগে

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ

১ দিন আগে

২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন তিনি

২ দিন আগে

প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের

৩ দিন আগে