টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ভিরাট কোহলি- এমন একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল দিন দুয়েক আগে। ‘নিতে চান’ ব্যাপারটি এখন হয়ে গেছে ‘নিয়ে ফেলেছেন।’ সাচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা, খেলোয়াড়ি জীবনেই যিনি হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কোহলিকে আর দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে।

গেল সপ্তাহেই সতীর্থ রোহিত শর্মা বিদায় বলেছিলেন টেস্ট ক্রিকেটকে। এরপর থেকেই আলোচনা উঠেছিল বিসিসিআইকে টেস্ট ক্যারিয়ার নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি।

আজ সোমবার (১২ মে) ইন্সটাগ্রামে পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি।

অবসরের পোস্টে কোহলি লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম আজ থেকে চৌদ্দ বছর আগে। সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবনের জন্য সঙ্গে থাকবে।'

টেস্ট ক্রিকেটের প্রতি যেকোনো খেলোয়াড়ের সীমাহীন আবেগ কাজ করে। এই সংস্করণকে ঘিরেই যত স্বপ্ন একজন ক্রিকেটারের। সেটি কোহলিরও আর তিনি সেটি উল্লেখও করেছেন তার অবসর পোস্টে, 'সাদা জার্সিতে খেলার মাঝে একটা গভীর ব্যক্তিগত অনুভব আছে। নীরব পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, এমন অনেক ছোট ছোট মুহূর্ত — যেগুলো কেউ দেখে না, কিন্তু আজীবন মনে গেঁথে থাকে।'

অবসরের ঘোষণা দেওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সবার থাকে। কিন্তু বিদায়ের সিদ্ধান্ত যে সহজ নয় সেটি বলেছেন কোহলি অবসর বার্তায়, 'আমি যখন এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি, এটা সহজ নয় — কিন্তু সঠিক মনে হচ্ছে। আমি আমার সবকিছু দিয়েছি, আর এই খেলাটি আমাকে তার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দিয়েছে।'

দীর্ঘ এই পথচলায় যাদের পাশে পেয়েছেন তাদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা, 'আমি কৃতজ্ঞতায় ভরা একটি হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি — এই খেলার জন্য, মাঠে যাদের সঙ্গে খেলেছি তাদের জন্য, আর সেই প্রতিটি মানুষের জন্য যারা আমাকে পথচলায় সম্মান জানিয়েছে। আমি সবসময় হাসিমুখে আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকাবো।'

এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণীতেই সেই সংস্করণ থেকে দেন বিদায়ের ঘোষণা।

ভারতের হয়ে ১২৩ টেস্ট ম্যাচ খেলে ২১০ ইনিংস ব্যাটিং করেছেন কোহলি। তার নামের পাশে রয়েছে ৯ হাজার ৩২০ রান। শতক হাঁকিয়েছেন ৩০টি, দ্বিশতক আছে তার নামের পাশে ৭টি। আর অর্ধশতক ৩১টি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে

১৯ ঘণ্টা আগে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন দুদক এর কমিশনার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজীজী বলেও সভায় জানানো হয়

৪ দিন আগে

ম্যাঞ্চেস্টারের এক হোটেলে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন হায়দার। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায়, পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে। ৮ আগস্ট তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তদন্ত চলছিল

৪ দিন আগে

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে হামজার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামজা চৌধুরী নেপালের বিপক্ষে স্কোয়াডে নেই।

৫ দিন আগে