অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশের টাইগ্রেস দল

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image

রিতু মনির বীরত্বে ৮ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এসময় রিতু মনির উদযাপনটা ছিল দেখার মতো। রেকর্ড জয়ের মাধ্যমে এমন উদযাপন জয়ের বীর কন্যাকেই মানায়।

ফ্রি হিট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে নিজের অস্ত্র ব্যাটকে ছুঁড়ে ফেললেন। এরপর এক এক করে হেলমেট, গ্লাভস ছুঁড়ে মেরে সতীর্থদের উদযাপনের মধ্যেমণি হলেন।

আর এ নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয়ে রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৬ রান তাড়ার রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগের সর্বোচ্চ ছিল ২১১ রান।

এর আগে এই লাহোরেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে করেছিল বাংলাদেশ। রেকর্ড রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল বাংলাদেশের। দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তাকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়ে ধাক্কা সামলান জ্যোতি।

২৪ রানে সুপ্তা আউট হওয়ার পর দ্রুত ফেরেন সোবহানা মোস্তারিও। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথ দেখান অধিনায়ক জ্যোতি।

ফিফটি করার পরেই অবশ্য ফেরেন জ্যোতি। ব্যক্তিগত ৫১ রানে তার বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় আয়ারল্যান্ড। কেননা এ সময় ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

জিততে হলে বাংলাদেশের তখনো ১৪২ রান প্রয়োজন। পরে কঠিন এই পথটাই পাড়ি দিলেন রিতু মনি। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯) ও নাহিদা আক্তার (১৮*)।

সতীর্থরা সঙ্গ দেওয়ার পর ড্রেসিংরুমে ফিরলেও দমে যাননি রিতু মনি। বাংলাদেশকে জয় এনে দিয়েই ক্ষান্ত হয়েছেন তিনি। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মাঝে একবার চিকিৎসকেরও শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে নিজের লক্ষ্যে ঠিকই অটুট ছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটি করা রিতু মনি।

উল্লেখ্য, এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ২৩৫ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান ছিল ডিলানির। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স বাংলাদেশ আয়োজিত “আবু সাঈদ-মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর প্রীতি ম্যাচে অসাধারণ লড়াই উপহার দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১০ ঘণ্টা আগে

টানা তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ইংল্যান্ডের । শনিবার (১ নভেম্বর) ইংল্যান্ডের দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করে নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী হয়

১২ ঘণ্টা আগে

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিম দারুণ খেলা উপহার দিলেন

১৫ ঘণ্টা আগে

গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে হঠাৎই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, ফলে অধিনায়কের পদও শূন্য ছিল এতদিন

১৭ ঘণ্টা আগে