শান্তর পরে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ আজ, ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রতিনিধি
অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২: ২৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাল্লেকেলের আলো ঝলমলে সন্ধ্যায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এবারের সফরে এখনো সিরিজ জয় খুঁজে ফিরছে বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি ড্র করে শুরুটা ভালোই করেছিল, তবে দ্বিতীয় ম্যাচে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা। এরপর ওয়ানডে সিরিজেও দেখা যায় ব্যাটে-বলে ছন্দহীনতা। ফল ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া। টি-টোয়েন্টি সিরিজ তাই শুধু আনুষ্ঠানিকতা নয়—বাংলাদেশের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই।

এবারের সিরিজের এক বিশেষ দিক হলো নেতৃত্বে পরিবর্তন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুই ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সফরে যাওয়ার আগে ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব ওঠে মেহেদী হাসান মিরাজের কাঁধে। টেস্ট সিরিজের পরে দায়িত্ব ছেড়ে দেন শান্ত। শান্তর পরে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টেস্টে এখনো নির্ধারিত হয়নি কেউ। নেতৃত্বের অস্থিরতা মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই ধারণা অনেকের।

শ্রীলঙ্কার কন্ডিশনে বরাবরই ধুঁকেছে বাংলাদেশ। তবে ফরম্যাট বদলে কিছুটা নতুনরূপে ফিরতে পারে দলটি—এমনটাই প্রত্যাশা সমর্থকদের। বিশেষ করে, ব্যাটিং ব্যর্থতার ভূত এবার না জাগালে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। অন্যদিকে, আগের দুই ফরম্যাটে হারায় লিটনের জন্যও এটি বড় পরীক্ষা। টি-টোয়েন্টি ফরম্যাটে তার আগ্রাসী মেজাজ ক্রিকেট বোঝাপড়া দলকে সঠিক পথে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন এই বিজয়ী ফুটবলাররা। আর ফিরেই সোমবার সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।

৩ দিন আগে

ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

৫ দিন আগে

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে জিততেই হবে এই ম্যাচে। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে চারিথ আসালাঙ্কার দল।

৫ দিন আগে