চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

বেন ডাকেটের দুর্দন্ত ১৬৫ রানের ইনিংসে ইংল্যান্ডের বোর্ডে জমা হয়েছে ৩৫১ রান। বিশাল এই সংগ্রহ দাঁড় করিয়ে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইংলিশরা।

আজ শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু অজি বোলাররা সুবিধা করতে পারেনি পাকিস্তানের সামনে।

প্রথম তিন ম্যাচের মতো টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এসেও হয়েছে সেঞ্চুরি। এবারের সেঞ্চুরিটিকে বলা চলে সবচেয়ে দাপুটে এখন পর্যন্ত চলমান আসরে। ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটার বেন ডাকেট। ইনিংসটি সাজিয়েছেন তিনি ১৭ চার ও ৩ ছক্কায়।

৪৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা নড়বড়ে শুরু করে ইংলিশরা। ফিল সল্ট ৬ বলে ১০ এবং জেমি স্মিথ আউট হন ১৫ রান করে। দুই উইকেটই শিকার করেন বেন দ্বারশুইস।

যদিও দ্রুত ২ উইকেট হারানোর ধকল ইংল্যান্ড সামাল দেয় বেন ডাকেট ও জো রুটের ১৫৮ রানের বড় জুটিতে। সেই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। তার বলে ৬৮ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন রুট ৬৮ রান করে। দলীয় ২০১ রানে তৃতীয় উইকেটের পতন হয় ইংল্যান্ডের। রুটের পর মাঠে আসা হ্যারি ব্রুক টিকতে পারেননি বেশিক্ষণ। ৩ রানেই তিনি থেমেছেন সেই জাম্পার বলেই ক্যারিকে ক্যাচ দিয়ে। অবিশ্বাস্য ক্যাচ নেন ক্যারি।

অধিনায়ক জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের ইনিংসও বড় হয়নি। ২৩ ও ১৪ রান করেন দুজন। তবে শুরু থেকে ব্যাটিং করা ডাকেট টিকে ছিলেন ৪৭.২ ওভার পর্যন্ত। আউট হওয়ার আগে তিনিই ছিলেন ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। মারনাস লাবুশেনের বলে লেগ বিফোর হওয়ার আগে খেলেন অনবদ্য ১৬৫ রানের ইনিংস। তার বিদায়ে ৩২২ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। ৮ রানে আউট হন ব্রাইডন কার্স।

তবে শেষদিকে জোফরা আর্চার ২ চার ও ১ ছয়ে ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলের স্কোর ছাড়িয়ে দেন ৩৫০। তিনি ও আদিল রশিদ (১) অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে বেন দ্বারশুইস সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। জোড়া উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা এবং মারনাস লাবুশেন। গ্লেন ম্যাক্সওয়েলের ঝুলিতে যায় ১ উইকেট।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও পাকিস্তান যে এমন বড় ব্যবধানে জয় পাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে পাকিস্তানি বোলাররা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। বিশেষ করে মোহাম্মদ নেওয়াজ তার স্পিন জাদুতে আফগান ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন

২ দিন আগে

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে

৩ দিন আগে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন দুদক এর কমিশনার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজীজী বলেও সভায় জানানো হয়

৫ দিন আগে

ম্যাঞ্চেস্টারের এক হোটেলে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন হায়দার। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায়, পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে। ৮ আগস্ট তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তদন্ত চলছিল

৬ দিন আগে